shono
Advertisement
CM Mamata Banerjee

পরমব্রতর ছেলের অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রী, আদর করে নিষাদকে কী উপহার দিলেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি পরমপুত্রের অন্নপ্রাশনের অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলল।
Published By: Sandipta BhanjaPosted: 05:18 PM Dec 22, 2025Updated: 08:09 PM Dec 22, 2025

শম্পালী মৌলিক: পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পুত্র নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফার প্যাভিলিয়ন, টালিগঞ্জ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠান যেন সিনেদুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বদের 'মিলনক্ষেত্র' হয়ে উঠেছিল। খুদে 'নডি'কে আদরে ভরিয়ে দিতে হাজির ছিলেন টলিউডের সিংহভাগ তারকা থেকে প্রশাসনিক কর্তাব্যক্তিরা। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি পরমপুত্রের অন্নপ্রাশনের অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলল।

Advertisement

ব্যস্ত শিডিউলের মাঝেই অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে নিষাদকে আশীর্বাদ করতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুদেকে আদর করে বিশ্ববাংলার একটি বিশেষ উপহারও তুলে দিয়েছেন তারকা মা-বাবার হাতে। গোলাপি থিমে সেজে উঠেছিল অন্নপ্রাশনের অনুষ্ঠানের আসর। সেইমতো খুদে নিষাদকেও দেখা গেল গোলাপি ধুতি-পাঞ্জাবিতে। ছেলের সঙ্গে রং মিলান্তি পোশাকে সেজেছিলেন পিয়া-পরমব্রতও।

ছেলে নিষাদের অন্নপ্রাশনে পিয়া-পরমব্রত (নিজস্ব চিত্র)

সোমবার, ২২ ডিসেম্বর পরমব্রতপুত্র নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার প্রায় সিংহভাগ তারকা। অপর্ণা সেন, অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক, সস্ত্রীক আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান, রাইমা সেন, ঋতাভরী চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন থেকে ইশা সাহা, পার্ণো মিত্র-সহ আরও অনেকে। অতিথি তালিকায় যেমন শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, রানা সরকারের মতো বাংলা সিনেইন্ডাস্ট্রির প্রযোজকরা ছিলেন, তেমনই নজর কাড়ল অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, কাউন্সিলর-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়, শতরূপ ঘোষদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি। খোশ আড্ডা দিতে দেখা গেল অনিরুদ্ধ রায়চৌধুরি এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, রিসেপশনের অনুষ্ঠান নিয়ে রাখঢাক থাকলেও এবার পুত্র নিষাদের অন্নপ্রাশনে এলাহি আয়োজন পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তীর। উদরপূর্তির আয়োজনেও কোনও খামতি রাখেননি টলিপাড়ার তারকাদম্পতি। মেনুতে ছিল ভাত, মুগ ডাল, ফিশ ফ্রাই পোলাও, দইমাছ, মাটন কষা, ফুলকপির রোস্ট। আর শেষপাতে ডেজার্টে নকুরের মিষ্টি, সন্দেশ, চমচম।

সম্প্রতি ফেডারেশনের সঙ্গে মতবিরোধের কারণে বারবার চর্চার শিরোনামে থেকেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিতর্কের আগুন যখন প্রায় নিভু নিভু, ঠিক সেসময়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা মেলে অভিনেতা-পরিচালকের। উদ্বোধনী অনুষ্ঠানে জুন মালিয়ার সঙ্গে জুটিতে সঞ্চালনা করতে দেখা যায় পরমব্রতকে। সম্প্রতি এক ভিডিও বার্তায় অভিনেতা জানান, ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটা তাঁর 'হঠকারী সিদ্ধান্ত' ছিল। সোমবারের অনুষ্ঠান যেন সেই অতীত বিতর্কে 'মলমে'র মতো কাজ করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার ফার প্যাভিলিয়ন, টালিগঞ্জ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে 'নডি'কে আদরে ভরিয়ে দিতে হাজির ছিলেন টলিউডের সিংহভাগ তারকা।
  • পরমব্রত চট্টোপাধ্যায়ের পুত্র নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement