shono
Advertisement
PM Modi

২ কোটির জলখাবার, ৫ কোটির মঞ্চ! মোদির সভায় আদিবাসী তহবিল থেকে ব্যয়ের অভিযোগ

ভিভিআইপিদের তোষামোদে ব্যয় ৫০ কোটি টাকা!
Published By: Amit Kumar DasPosted: 04:21 PM Dec 22, 2025Updated: 04:38 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী উন্নয়নের টাকা ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সভা! এমনই গুরুতর অভিযোগ তুলে গুজরাটে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল আম আদমি পার্টি। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদির জনসভায় ভিভিআইপিদের তোষামোদে ব্যবহৃত হয়েছে আদিবাসী উন্নয়ন তহবিলের প্রায় ৫০ কোটি টাকা।

Advertisement

সোমবার সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন আপের মিডিয়া সেলের প্রধান অনুরাগ ধান্ডা। তাঁর অভিযোগ, "আদিবাসীদের উন্নয়নের জন্য যে সরকারি অর্থ বরাদ্দ হয়েছে তার মধ্যে ৫০ কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে। বিপুল এই অর্থ ব্যয় করা হয়েছে ভিভিআইপি সুবিধা দিতে।" খরচের হিসেবে তুলে ধরে অনুরাগের অভিযোগ, "দেদিয়াপাড়ায় মোদিজির অনুষ্ঠানের জন্য প্যান্ডেল বাবদ খরচ হয়েছে ৭ কোটি টাকা। তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি গম্বুজ। মোদির সভামঞ্চের জন্য ব্যয় হয়েছে ৫ কোটি টাকা। ভিভিআইপিদের চা- শিঙাড়া খাওয়াতে খরচ হয়েছে ২ কোটি। সভায় লোক ভরাতে বাসের জন্য খরচ করা হয়েছে ৭ কোটি টাকা। এছাড়া শৌচাগার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ২ কোটি টাকা ব্যয় করা হয়েছে। অন্যান্য আরও নানা খাতে আদিবাসীদের টাকা ব্যয় করেছে বিজেপি সরকার।"

এই ইস্যুতে বিজেপির সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে আক্রমণ শানাতে শুরু করেছে আম আদমি পার্টি। আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, "দেশের প্রায় ১২,০০০ শিশু অপুষ্টিতে ভুগছে। হাসপাতাল এবং স্কুলের মতো এই অপুষ্টি মোকাবিলার জন্য নির্ধারিত তহবিল প্রধানমন্ত্রীর সমাবেশে ব্যয় করা হয়েছে। অথচ সরকার বলেছে তাদের কাছে টাকা নেই।" সঞ্জয়ের তোপ, "দেশটাতে কী চলছে? আদিবাসী সম্প্রদায়ের মানুষের কি সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নেই?"

পাশাপাশি প্রধানমন্ত্রীর নয়া বাসভবনের প্রসঙ্গ তুলে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, আমরা আরটিআইয়ের মাধ্যমে জানতে চেয়েছিলাম সেন্ট্রাল ভিস্তার মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরিতে কত টাকা ব্যয় করা হচ্ছে। তার উত্তর এই সরকার দেয়নি। বলা হল, এটি জাতীয় নিরাপত্তার বিষয়। অথচ মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরে কী ছিল এবং কী ছিল না তার বিস্তারিত বিবরণ-সহ সব ফাইলগুলি খতিয়ে দেখা হয়। তখন কারও কোনও নিরাপত্তা উদ্বেগ ছিল না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আদিবাসী উন্নয়নের টাকা ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সভা!
  • এমনই গুরুতর অভিযোগ তুলে গুজরাটে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল আম আদমি পার্টি।
  • নরেন্দ্র মোদির জনসভায় ভিভিআইপিদের তোষামোদে ব্যবহৃত হয়েছে আদিবাসী উন্নয়ন তহবিলের প্রায় ৫০ কোটি টাকা।
Advertisement