shono
Advertisement
Yogi Adityanath

প্রতিদিন সাধারণের অভাব-অভিযোগ শুনতে হবে ডিএম ও এসপিদের, কড়া বার্তা যোগীর

তীব্র ঠান্ডায় আর লখনউ নয়, জেলাস্তরেই মিলবে সমস্যার সমাধান।
Published By: Hemant MaithilPosted: 04:16 PM Dec 22, 2025Updated: 04:28 PM Dec 22, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: সাধারণ মানুষের সুবিধার্থে এক বড় পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার লখনউতে আয়োজিত 'জনতা দর্শন' কর্মসূচিতে তিনি স্পষ্ট জানান, এখন থেকে আর রাজ্যবাসীকে লখনউতে দৌড়ে আসতে হবে না। জনতা নিজের সমস্যা সরাসরি জানাতে পারবেন জেলাশাসক ও পুলিশ সুপারদের।

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যেই শীত জাঁকিয়ে পড়েছে। এই হাড়কাঁপানো ঠান্ডায় দূর-দূরান্ত থেকে মানুষ যাতে লখনউ ছুটে না আসেন, তার জন্যই এই নয়া ব্যবস্থা। তিনি আবেদন করেছেন, সাধারণ মানুষ যেন প্রথমে নিজ জেলার কর্মকর্তাদের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। অধিকাংশ সমস্যার সমাধান স্থানীয় স্তরেই হওয়া সম্ভব। যারা লখনউতে আসছেন, তাদের জন্য নাইট শেল্টারগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন যোগী।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অনেকের চিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন মঞ্জুর করেন। তিনি আশ্বাস দেন, অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না। জমি দখল সংক্রান্ত অভিযোগে তিনি কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি সাফ জানান, অবৈধ দখলদারি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া ধান কেনা নিয়ে কৃষকদের সমস্যার দ্রুত সমাধানেরও নির্দেশ দেন তিনি।

ব্যস্ততার মাঝেও এদিন মানবিক মেজাজে দেখা যায় যোগী আদিত্যনাথকে। জনতা দর্শনে আসা শিশুদের সঙ্গে তিনি গল্প করেন। খোঁজ নেন তাদের পড়াশোনার। শিশুদের হাতে চকোলেট তুলে দিয়ে অভিভাবকদের পরামর্শ দেন ঠান্ডায় বাচ্চাকে সাবধানে রাখার। প্রশাসনের এই সক্রিয়তা ও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সান্নিধ্যে উপস্থিত সাধারণ জনতা অত্যন্ত খুশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাধারণ মানুষের সুবিধার্থে এক বড় পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • জনতা নিজের সমস্যা সরাসরি জানাতে পারবেন জেলাশাসক ও পুলিশ সুপারদের।
  • প্রশাসনের এই সক্রিয়তা ও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সান্নিধ্যে উপস্থিত সাধারণ জনতা অত্যন্ত খুশি।
Advertisement