shono
Advertisement
Bidhannagar

চোরের হাতে মার খেল পুলিশ! ট্যাংরায় অভিযানে গিয়ে 'আক্রান্ত' আইনরক্ষকরা

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Published By: Kousik SinhaPosted: 06:26 PM Dec 22, 2025Updated: 06:52 PM Dec 22, 2025

ফারুক আলম, বিধাননগর: চোর ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। একের পর এক চুরির ঘটনার তদন্তে নেমে আজ সোমবার ট্যাংরায় হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই সময় অতর্কিতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুলিশকর্মীদের উপরেও হামলার ঘটনা ঘটে বলেও দাবি। ঘটনায় ছয়জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। আহতরা সবাই বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন। তবে দু'জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

বিধাননগর দক্ষিণ থানা এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্রেই এদিন ট্যাংরা কলোনি এলাকায় বিশেষ অভিযানে যান পুলিশ আধিকারিকরা। সেই সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি আহতদের। শুধু তাই নয়, একেবারে লাঠি, রড হাতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। আহত হন গাড়িতে থাকা ছয় পুলিশকর্মী। দ্রুত তাঁরা এলাকা ছাড়েন। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

কে বা কারা এই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের আড়াল করতেই এই হামলার ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোর ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ।
  • একের পর এক চুরির ঘটনার তদন্তে নেমে আজ সোমবার ট্যাংরায় হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
  • সেই সময় অতর্কিতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ।
Advertisement