সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নিষিদ্ধ হোক আমিষ খাবার! এমনটাই চান 'খামোশ' অভিনেতা তথা বাংলার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপি সরকারের আমলে দেশের কোনও প্রান্তে প্রান্তে গোমাংসকে নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন শত্রুঘ্ন। একইসঙ্গে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রশংসাও করেছেন আসানসোলের সাংসদ।
মঙ্গলবার সংসদের বাইরে শত্রুঘ্ন সিনহা বলেন, "দেশের বিভিন্ন প্রান্ত গোমাংস নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি, শুধুমাত্র গোমাংস নয়, দেশে সম্পূর্ণভাবে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত।" তিনি আরও বলেন, এরপরেও উত্তর-পূর্ব ভারত-সহ দেশের কিছু অংশে গোমাংস খাওয়া এখনও বৈধ। এরপরই তাঁর খোঁচা, "ওঁহা খাও তো ইয়ামি, ইয়াহা খাও তো মাম্মি। এ তো হতে পারে না।" অর্থাৎ উত্তর-পূর্বে গোমাংস খেলে কোনও সমস্যা হয় না। কিন্তু উত্তর ভারতে খেলে সমস্যা হবে। এটা চলতে পারে না। সর্বত্র একই আইনকানুন থাকা উচিত।
এ প্রসঙ্গে বলতে গিয়েই অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গ উঠে আসে। 'বিহারীবাবু'র কথায়, "দেশে অভিন্ন দেওয়ানিবিধি তো চালু হওয়া উচিত। পুরো দেশ সেটা মানবে। তবে আইনে অনেক বিষয়ে নজর দিতে হয়। একদিন মনে হল, আর ভোটকে পাখির চোখ করে বলে দিলেন, আজ থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালু হল, এটা হতে পারে না। কার্যকর করার আগে সর্বদল বৈঠক ডাকা উচিৎ। সকলের কথা শোনা দরকার।" স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।
কারণ, বর্তমানে তিনি যে দলের সাংসদ, সেই তৃণমূল বরাবরই বলে এসেছে, যার যা ইচ্ছে খাবে, যার ইচ্ছে পরবে। এ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারে না। বিজেপির 'গোমাংস নিষিদ্ধ' রাজনীতির বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমনকী, 'এক দেশ, এক আইন' বা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। অথচ সেই দলের সাংসদই আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করছেন। এমনকী, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করছেন। যদিও পুরোটাই তাঁর ব্যক্তিগত মত বলে স্পষ্ট করে দিয়েছেন বাংলার 'বিহারীবাবু' সাংসদ শত্রুঘ্ন সিনহা।
