shono
Advertisement
A Raja

সংসদে ধ্বনিত হবে 'শাট আপ মোদি' স্লোগান, হুঁশিয়ারি এ রাজার

হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে এবার কড়া আক্রমণ ডিএমকে নেতার।
Published By: Biswadip DeyPosted: 11:42 AM Feb 23, 2025Updated: 11:42 AM Feb 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সংসদে শোনা যাবে 'শাট আপ মোদি' স্লোগান। এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন ডিএমকে সাংসদ এ রাজা। শনিবার একটি বইপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, এর আগে তাঁরা 'গো ব্যাক মোদি' আওয়াজ তুলেছেন। তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন বলেছিলেন, 'গেট আউট মোদি'। কিন্তু এবার সংসদে ডিএমকে তুলবে নতুন স্লোগান।

Advertisement

ঠিক কী বলেছেন রাজা? তাঁকে বলতে শোনা গিয়েছে, ''যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাগাতার বলে যেতে পারেন ডিএমকে তামিল ভাষার কথা বলে মানুষকে বিভাজিত করছে, আমরা কি বলতে পারি না আপনি ভাষার ভিত্তিতে মানুষে বিভাজন ঘটাচ্ছেন! আমি আরও একধাপ এগোতে চাই। একসময় আমরা 'গো ব্যাক মোদি' বলেছি। আমাদের উপমুখ্যমন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন বলেছিলেন 'গেট আউট মোদি'। শিগগির আমরা বলব 'শাট আপ মোদি', সংসদে।''

এপ্রসঙ্গে বলা যেতে পারে, এআইএডিএমকে আমলে মোদি চেন্নাই গেলে ডিএমকে কালো বেলুনে 'গো ব্যাক মোদি' লিখে উড়িয়েছিল। সম্প্রতি বিজেপি বলেছে তামিলনাড়ুতে 'সমগ্র শিক্ষা অভিযান' প্রকল্পে ২ হাজার ১৫১ কোটি টাকা তামিলনাড়ুকে কেবল তখনই দেওয়া হবে যদি তারা জাতীয় শিক্ষা নীতি মেনে নিতে রাজি হয়। এরপরই উদয়ানিধি গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার তাঁরা 'গেট আউট মোদি' স্লোগান তুলবেন। ডিএমকে দাবি করেছে সোশাল মিডিয়ায় 'গেট আউট মোদি' ট্রেন্ডিং করে দেওয়া হবে।

উল্লেখ্য, বিজেপি শাসনে হিন্দি ভাষার দাপাদাপি মাত্রাছাড়া আকার নিয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দি পক্ষে সওয়াল করলে তা বিতর্কও কিছু কম হয়নি। উত্তর ভারত ছাড়িয়ে দক্ষিণ ও পূর্বে হিন্দির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেখানকার রাজনৈতিক মহল। হিন্দির বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হতে দেখা গিয়েছে দক্ষিণের রাজ্যগুলিকে। অভিযোগ উঠেছে, এই বিজেপি সরকার মানুষের উপর হিন্দি চাপিয়ে 'এক রাষ্ট্র এক ভাষা' নীতির পথে হাঁটছে। যাতে হিন্দিকে রাষ্ট্রভাষার তকমা দেওয়া যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার সংসদে শোনা যাবে 'শাট আপ মোদি' স্লোগান। এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন ডিএমকে সাংসদ এ রাজা।
  • এক বইপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, এর আগে তাঁরা 'গো ব্যাক মোদি' আওয়াজ তুলেছেন।
  • তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন বলেছিলেন, 'গেট আউট মোদি'। কিন্তু এবার সংসদে ডিএমকে তুলবে নতুন স্লোগান।
Advertisement