সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধিবিনায়ক মন্দিরেও এবার পোশাকবিধি চালু। আর মিনি স্কার্ট, ছেঁড়া জিনস কিংবা খোলামেলা পোশাক পরে মুম্বইয়ের ঐতিহ্যবাহী এই মন্দিরে ঢোকা যাবে না। আগামী সপ্তাহ থেকে পোশাকবিধি কার্যকর হবে।
নতুন সিনেমা রিলিজ থেকে ব্যবসায় নতুন কোনও বিনিয়োগ, যে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপের আগে মুম্বইয়ের এই মন্দিরে যান বলিউড সেলেব বা বাণিজ্যনগরীর হুজ হু-রা। এছাড়াও প্রতিদিনই লেগে থাকে ভক্তের ভিড়। এবার সেই মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্টের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুণ্যার্থীরা আর ছেঁড়া-ফাটা জিনস, ছোট স্কার্ট বা খোলামেলা পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। বদলে ভারতীয় পোশাক পরার 'বিধান' দেওয়া হয়েছে।
ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে, পুণ্যার্থীদের পোশাক নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত। পুজো দিতে আসা ভক্তরা অস্বস্তিবোধ করায়, তাদের অভিযোগ এবং অনুরোধেই এই বিধি কার্যকর করা হল। আগামী সপ্তাহ থেকেই নয়া পোশাকবিধি কার্যকর করা হবে বলেই খবর।
ইতিপূর্বে পুরীর জগন্নাথ মন্দির, তিরুপতি মন্দির অথবা কাশী বিশ্বনাথ মন্দিরে পোশাকবিধি কার্যকর ছিল। ছেঁড়া জিন্স, হাতকাটা টিশার্ট বা হাফ প্যান্ট পরে আর ঢোকা যায় না জগন্নাথ মন্দিরে। কর্তৃপক্ষ জানিয়েছিল, কোনও অশোভনীয় পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না। এবার সেই পথেই হাঁটল সিদ্ধিবিনায়ক মন্দির।
