সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড় দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মকানুন বেঁধে দিল সংস্কৃতি মন্ত্রক। করোনা আবহে কেমন হবে এই অনুষ্ঠান, কতজন হাজির থাকতে পারবেন, কলা-কুশলী থেকে দর্শক সকলকে কীরকম নিয়ম মানতে হবে সবই বেঁধে দিল কেন্দ্র সরকার। কী কী বলা হয়েছে এই নির্দেশিকায়?
Advertisement
[আরও পড়ুন : নেই যানবাহন, জঙ্গলপথে ১৭ কিলোমিটার হেঁটেই স্কুলে যান কেরলের এই শিক্ষিকা]
কেন্দ্রের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (SOP)
- অডিটোরিয়ামের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক (সর্বাধিক ২০০ জন) উপস্থিতি থাকতে পারবেন।
- অনুষ্ঠানের সাতদিন আগে শিল্পী, কলা-কুশলী-সহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে করোনা পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা করতে হবে।
- টিকিট কাটা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করতে বলা হয়েছে।
- যারা টিকিট কাটছেন তাঁদের সকলের নাম, ঠিকানা অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে নিজেদের কাছে রাখতে হবে।
- কনটেনমেন্ট জোনে কোনও অনুষ্ঠান হবে না।
- শিল্পীদের বাড়ি থেরে প্রস্তুত হয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে যাতে ড্রেসিং রুমের ব্যবহার কম হয়।
- মাস্ক পরা ও ৬ ফুটের দূরত্ব মেনে চলতেই হবে।
- অডিটোরিয়ামের এসির তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি রাখতে হবে। আর্দ্রতা যাতে ৪০-৭০- শতাংশের মধ্যে থাকে তার দিকে নজর রাখতে হবে।
- স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। রাখতে হবে ডাস্টবিনও।
- অনুষ্ঠানের শুরুর আগে ও পরে গোটা অডিটোরিয়াম স্যানিটাইজ করতে হবে।
প্রসঙ্গত, এদিন করোনার ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিন এলে কীভাবে তা সরবরাহ করা হবে তা নিয়ে আলোচনা হয়।