shono
Advertisement
Sovan-Ratna divorce case

গৃহীত রত্নার আরজি, আগস্টের মধ্যে শেষ করতে হবে শোভনের ডিভোর্স মামলা, নির্দেশ সুপ্রিম কোর্টের

২০১৭ সালের ১৩ নভেম্বর আলিপুর আদালতে স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন শোভন।
Published By: Paramita PaulPosted: 03:41 PM Apr 22, 2025Updated: 03:48 PM Apr 22, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলায় রত্নাদেবীর আবেদন গৃহীত হল শীর্ষ আদালতে। তাঁর তরফের সাতজনের সাক্ষ্যই গ্রহণ করতে হবে নিম্ন আদালতে। পাশাপাশি আগস্টের মধ্যেই শেষ করতে হবে শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া।

Advertisement

নিম্ন আদালতে মামলা চলাকালীন নিজের তরফে প্রথমে ১৮-২০ জনের সাক্ষ্যগ্রহণের আরজি জানিয়েছিলেন রত্নাদেবী। সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। এরপর সেই তালিকা ছোট করে অন্তত সাতজনের সাক্ষ্যগ্রহণের আবেদন জানান। গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ছেলে, বাবা এবং ভাইয়ের কথা বলা হয়েছিল। কিন্তু আবেদনও খারিজ হয়ে যায়। শুধুমাত্র রত্না ও তাঁর ছেলের বয়ান রেকর্ড করা হয়। পালটা কলকাতা হাই কোর্টে যান রত্না। সেখানেও মান্যতা পায়নি তাঁর আবেদন। শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রত্না। সেখানে বিচারপতি আসানউদ্দিন আমানুল্লা ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জানিয়ে দিলেন, দু'সপ্তাহের মধ্যে রেকর্ড করতে হবে রত্নার তরফের সাক্ষীদের বয়ান। আগস্টের মধ্যে শেষ করতে হবে শোভন-রত্নার ডিভোর্স প্রক্রিয়া।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ নভেম্বর আলিপুর আদালতে স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন শোভন। কলকাতার প্রাক্তন মেয়রের পক্ষে তিনজন সাক্ষী দেন। সেই সাক্ষ্যগ্রহণ শেষ হয় ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি। তারপর ছিল রত্নার পালা। কিন্তু আইনি জটিলতা চলছিল। 'সুপ্রিম' হস্তক্ষেপে সেই জট কাটল। আগস্টের মধ্যে শেষ হবে রত্না-শোভন বিবাহ বিচ্ছেদপ্রক্রিয়া।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে।
  • এই মামলায় রত্নাদেবীর আবেদন গৃহীত হল শীর্ষ আদালতে।
  • তাঁর তরফের সাতজনের সাক্ষ্যই গ্রহণ করতে হবে নিম্ন আদালতে।
Advertisement