সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের ভিতরে ঢুকে গুলি করে এক পড়ুয়াকে খুন করার অভিযোগ উঠল পাটনায়। মৃতের নাম চন্দন। বয়স ২১ বছর। তিনি বিহারের নওদা জেলার বাসিন্দা। পাটনা বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। শুক্রবার ভোরে পাটনা বিশ্ববিদ্যালয়ের সৈয়দপুর হস্টেলে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
এএসপি অতুলেশ ঝাঁ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, বাহদুরপুর পুলিশের কাছে খবর আসে সৈয়দপুর হস্টেলে এক পড়ুয়াকে গুলি করা হয়েছে। তিনি বলেন, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।"
তিনি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই ওই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড চালাল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
অভিযুক্তদের চিহ্নিত করতে হস্টেল এবং আশপাশের এলাকা থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মৃত পড়ুয়ার পরিবারের সদস্য এবং হস্টেলের বাকি ছাত্রদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের তরফে জনানো হয়েছে। এদিকে গুলিকাণ্ডের পর হস্টেলে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
