সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বরের পর ডিসেম্বর৷ এক মাসের ব্যবধানে আবারও কমল রান্নার গ্যাসের দাম৷ ডিসেম্বরের শেষে ভরতুকিযুক্ত গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ৫ টাকা ৯১ পয়সা৷ ১২০ টাকা ৫০ পয়সা টাকা কমল ভরতুকিবিহীন গ্যাসের দাম৷ বছরের শেষ দিনে ঘোষণা মোদি সরকারের৷ সোমবার মধ্যরাত থেকে কার্যকর এই নয়া দাম৷
[বর্ষশেষে এত সস্তা জ্বালানির দাম!]
গত কয়েকমাস ধরে লাগাতার গ্যাসের মূল্যবৃদ্ধিতে রীতিমতো শোরগোল পড়ে যায়৷ নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের৷ প্রায় ৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল রান্নার গ্যাসের দাম। কর্ণাটকে তা ছাড়িয়ে গিয়েছিল হাজার টাকার গণ্ডি। এভাবে দাম বৃদ্ধি হওয়াতে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছিল। মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলিও৷ কিন্তু গত মাসের শেষে দাম কমে রান্নার গ্যাসের৷ গৃহস্থের মুখে ফোটে হাসি৷ বর্ষশেষে আবারও সুখবর পেল মধ্যবিত্ত৷ ডিসেম্বরের শেষেও কমল রান্নার গ্যাসের দাম৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ১৪.২ কেজি রান্নার গ্যাসের ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম কমছে ৫.৯১ টাকা৷ ১২০.৫০ টাকা কমল ভরতুকিবিহীন গ্যাসের দাম৷ বর্ষবরণের রাত থেকে কার্যকর হবে নয়া দাম৷
[ছেলের আশায় দশমবার গর্ভবতী, মৃত সন্তান প্রসব করে মারা গেলেন মহিলা]
বছরে ১২টি সিলিন্ডারে ভরতুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভরতুকির অঙ্ক পৌঁছে যায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। টাকার দামেও উন্নতি ঘটেছে। সে কারণেই কমল সিলিন্ডারের দাম। বছরের শুরুতেই মোদি সরকারের সিদ্ধান্তে খুশি গ্রাহকরা। লোকসভার আগে কেন্দ্রের এই দাম কমানোর সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক হতে পারে।
The post বর্ষশেষে মধ্যবিত্তের জন্য সুখবর, একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম appeared first on Sangbad Pratidin.