shono
Advertisement
Acid Attack

দেশজুড়ে বাড়ছে অ্যাসিড হামলা! নির্যাতিতাদের পাশে থাকছে প্রশাসন? তথ্য তলব সুপ্রিম কোর্টের

আগামী চার সপ্তাহের মধ্যে আদালতকে তথ্য দেবে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলি।
Published By: Kishore GhoshPosted: 08:33 PM Jan 27, 2026Updated: 09:29 PM Jan 27, 2026

দেশের বিভিন্ন প্রান্তে কেউ না কেউ অ্যাসিড হামলার শিকার হচ্ছেন। কখনও কখনও অভিযোগ উঠছে, পুলিশ পদক্ষেপ করছে না। এই অবস্থায় রাজ্যগুলির কাছে অ্যাসিড হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। এক নির্দেশিকায় শীর্ষ আদালত জানাল, কোথায়, কত মামলা হয়েছে, নিম্ন আদালতগুলিতে তা কোন পর্যায়ে রয়েছে, ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে কী কী করেছে প্রশাসন ইত্যদি তথ্য আগামী চার সপ্তাহের মধ্যে আদালতকে জানাবে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলি।

Advertisement

মঙ্গলবার মামলা উঠেছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। শাহিন মালিক নামের অ্যাসিড আক্রান্ত এক ব্যক্তি জনস্বার্থ মামলা করেন। অভিযোগ, তাঁকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়। এর জেরে শাহিনের শরীরে ভিতরে একাধিক অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এমনকী প্রাণশংসয় হয়েছিল যুবকের। চিকিৎসার পরও তিনি পুরোপুরি সুস্থ হননি। শাহিন শীর্ষ আদালতে আবেদন করেছেন, এই ধরনের ঘটনায় যেন পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রশ্ন তোলেন, শারীরিক ভাবে কতটা অক্ষম হলে এক জন ব্যক্তিকে প্রতিবন্ধী বলা হবে?

মঙ্গলবার মামলা উঠেছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।

এই বিষয়ে বিহিত করতে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একদিকে যেমন নিম্ন আদালতে অ্যাসিড হামলা সংক্রান্ত কত মামলা রয়েছে, কোন পর্যায়ে রয়েছে তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। তেমনই অ্যাসিড আক্রান্তদের সম্পর্কে সংক্ষিপ্তও তথ্য চেয়েছে। তাঁদের শিক্ষগত যোগ্যতা, কোনও চাকরি বা কাজ করেন কি না, বিবাহিত না অবিবাহিত, চিকিৎসার খরচ এমনকী তাঁদের জন্য কোনও পুনর্বাসন পরিকল্পনা করা হয়েছে কি না, সেই তথ্যও দিতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement