shono
Advertisement
Rahul Gandhi

'স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কুকথা বরদাস্ত নয়', সাভারকর মন্তব্যে রাহুলকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

তিরস্কারের পরও রাহুলকে স্বস্তি দিয়েছে শীর্ষ আদালত।
Published By: Subhajit MandalPosted: 02:15 PM Apr 25, 2025Updated: 02:15 PM Apr 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীর সাভারকরকে নিয়ে লাগাতার বিতর্কিত মন্তব্য। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে রীতিমতো কড়া ভাষায় সতর্ক করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ কথা, "সাভারকরের মতো স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কুকথা বরদাস্ত করা হবে না। আগামী দিনে এই ধরনের কোনও মন্তব্য করলে ফল ভুগতে হবে।"

Advertisement

রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছরে লাগাতার সাভারকর নিয়ে আপত্তিকর মন্তব্য করে চলেছেন তিনি। সত্য জানা সত্ত্বেও পরিকল্পিতভাবে রাজনৈতিক স্বার্থে মিথ্যা বক্তব্য পেশ করেছেন তিনি। এই ধরনের ঘটনা সাভারকরের মতো একজন ব্যক্তিত্বের সম্মানহানি করা। পাশাপাশি তাঁর পরিবারকে আঘাত করা। বস্তুত এই ইস্যুতে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছে। মাঝে মাঝেই বিভিন্ন আদালত থেকে সমন পাঠানো হয় তাঁকে। রাহুল এই সব সমনে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ দিয়ে তাঁকে স্বস্তি দিল বটে, কিন্তু একই সঙ্গে রীতিমতো কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হল কংগ্রেস নেতাকে।

রাহুল গান্ধীকে নিশানা করে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ বলল, "স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনওরকম কুকথা আমরা বরদাস্ত করতে পারব না। এরপর তো কেউ বলে দেবে মহাত্মা গান্ধী ব্রিটিশদের চাকর।" বিরোধী দলনেতার আইনজীবী অভিষেক মনু সিংভিকে উদ্দেশ করে সুপ্রিম কোর্ট বলল, "আপনার মক্কেল কি জানেন, গান্ধীজিও ভাইসরয়কে চিঠি লেখার সময় আপনার অনুগত বলে সম্বোধন করতেন? আপনার মক্কেল কি জানেন, প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর ঠাকুমা সাভারকরের প্রশংসা করতেন?"

শীর্ষ আদালত বলছে, যারা আমাদের স্বাধীনতা এনে দিল, তাঁদের নিয়ে এই ধরনের মন্তব্য কেন? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাহুল সাভারকর নিয়ে যা যা মন্তব্য করেছেন, সবটাই দায়িত্বজ্ঞানহীন। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আগামী দিনে মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করলে আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে রীতিমতো কড়া ভাষায় সতর্ক করল সুপ্রিম কোর্ট।
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছরে লাগাতার সাভারকর নিয়ে আপত্তিকর মন্তব্য করে চলেছেন তিনি।
  • শীর্ষ আদালত বলছে, যারা আমাদের স্বাধীনতা এনে দিল, তাঁদের নিয়ে এই ধরনের মন্তব্য কেন?
Advertisement