সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাহলে কী ফের ভারতে নাশকতার ছক? ২৬/১১-র স্মৃতি উস্কে মহারাষ্ট্র উপকূলে দেখা মিলল রহস্যজনক বিদেশি নৌকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্র উপকূলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্ক করা হয়েছে বম্ব স্কোয়াডকেও।
সূত্রের খবর, রবিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার রেভদান্ডা উপকূলের কাছে একটি নৌকা ভেসে আসতে দেখা যায়। উপকূল নিরাপত্তা বাহিনীর নজরে আসতেই নিরাপত্তা জোরদার করা হয়। জানা গিয়েছে, নৌকাটি আকারে বেশ বড়। প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনী মনে করেছে নৌকাটি অন্য কোনও দেশের। তবে সেটি কেন রায়গড় উপকূলে এল তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নৌকাটি অন্য কোনও দেশের। স্রোতের সঙ্গে ভেসে মহারাষ্ট্র উপকূলের কাছে চলে আসে সেটি। যদিও নৌকাটি পাকিস্তানের বলে খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তা আঁটোসাটো করা হয়। নৌবাহিনীর কর্তারা জানিয়েছেন, ভেসে আসা নৌকাটি পাকিস্তানের মাছ ধরার নৌকা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে নৌকার ভিতরে কারা রয়েছেন বা নৌকার মধ্যে কী রয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এই ঘটনার পর রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল-সহ উদ্ধর্তন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে উপকূল রক্ষী বাহিনীর উদ্ধর্তন আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, ভারী বৃষ্টিপাত ও হাওয়ার কারনে নৌকাটির কাছে যাওয়া সম্ভব হয়নি। ফলে নাশকতার আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে উপকূল জুড়ে বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ের একাধিক জায়গায় হামলা করার আগে আজমল কাসভ-সহ ১০ জঙ্গি জলপথে ভারতে প্রবেশ করে। মূলত পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া এই জঙ্গিরা ‘সমুন্দর জেহাদি’ নামে পরিচিত। ২০০৮ সালের ২৬ নভেম্বর সেই কালো দিন এখনও তাজা দেশবাসীর মনে। সেই ঘটনার স্মৃতি উস্কে ফের মহারাষ্ট্র উপকূলে দেখা মিলল রহস্যজনক নৌকার।
