shono
Advertisement
Tamil Nadu

'প্রক্রিয়া ভুল এবং বিভ্রান্তিকর'! SIR ইস্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদের দিন ঘোষণা স্ট্যালিনের

এমকে স্ট্যালিনের দাবি, এসআইআর প্রক্রিয়া ভুল এবং বিভ্রান্তিকর।
Published By: Anustup Roy BarmanPosted: 12:05 PM Nov 10, 2025Updated: 02:41 PM Nov 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর ইস্যুতে এবার বিরোধিতার সুর চড়াচ্ছে দক্ষিণ ভারত। তামিলনাড়ুতে রাজ্যব্যাপী বিক্ষোভের ডাক খোদ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দাবি, এসআইআর প্রক্রিয়া ভুল এবং বিভ্রান্তিকর।

Advertisement

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন রবিবার নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি এই প্রক্রিয়াকে 'ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর এবং বিপজ্জনক' বলে অভিহিত করেছেন। স্ট্যালিনের অভিযোগ, এসআইআর আসলে ভোটারদের তালিকা থেকে অপসারণের ষড়যন্ত্র। তিনি ১১ নভেম্বর রাজ্যব্যাপী প্রতিবাদের ঘোষণা করেছেন। স্ট্যালিন বলেন, ডিএমকে 'আইনি' পদ্ধতিতে এবং 'প্রকাশ্যে' এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করবে।

সর্বদল বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআরকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা করা হয়েছে। যদিও, নিজের অবস্থান স্পষ্ট করে স্ট্যালিন জানিয়েছেন, তাঁর দল এসআইআরের বিরুদ্ধে নয়। এসআইআরের অতি দ্রুত, অস্পষ্ট এবং ত্রুটি-প্রবণ বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা।

স্ট্যালিনের দাবি, 'সঠিক এবং প্রকৃত ভোটার তালিকা আসলে একটি সৎ নির্বাচনের ভিত্তি।' স্ট্যালিনের মত, এই প্রক্রিয়া অত্যন্ত জটিল হওয়ায় শিক্ষিত মানুষও এই ফর্ম পূরণের সময় ভুল করতে পারেন। পাশপাশি, তাঁর দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের জন্য নির্ধারিত দিনের আগে কীভাবে কর্মীরা এই ফর্ম বিলির কাজ শেষ করতে পারবেন সেই বিষয়ে তাঁর সংশয় রয়েছে।

স্ট্যালিনের দাবি, নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করেছে বিজেপি। এই প্রসঙ্গে রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগের কথা তুলে ধরেছেন স্ট্যালিন। তিনি মনে করিয়ে দেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসআইআর এর বিরোধিতা করেছেন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নাগরিকদের সমস্যার সমাধান করতে একটি হেল্পলাইন নম্বর চালু করেছেন তিনি। তাঁর দাবি, 'কেবল ডিএমকে সদস্যদের জন্য নয়, সকলের জন্য এই সহায়তা।' স্ট্যালিন সতর্ক করেছেন, 'আপনার ভোট চুরি হওয়ার সম্ভাবনা আপনার দোরগোড়ায় পৌঁছেছে। আসুন ঐক্যবদ্ধ হই এবং সতর্ক থাকি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যব্যপী বিক্ষোভের ডাক খোদ মুখ্যমন্ত্রীর।
  • তাঁর দাবি, এসআইআর আসলে ভোটারদের তালিকা থেকে অপসারণের ষড়যন্ত্র।
  • এসআইআর-কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা করা হয়েছে।
Advertisement