shono
Advertisement
Gujarat

'ভাগ্য ফিরবে', তন্ত্রসাধনার নামে তুতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ! তান্ত্রিককে নেড়া করে গণধোলাই গ্রামবাসীর

অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 11:06 AM Mar 12, 2025Updated: 11:41 AM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বাড়িতে সামান্য কিছু তান্ত্রিক কার্যকলাপ করলে ভাগ্য খুলে যাবে।' এমনই প্রলোভন দেখিয়ে তন্ত্রসাধনার নামে তুতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের সুরাটে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত তান্ত্রিককে নেড়া করা গণধোলাই দেয় গ্রামবাসীরা। এরপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভরত নামের ওই তান্ত্রিক নির্যাতিতার স্বামী তথা নিজের তুতো ভাইকে জানিয়েছিলেন, বাড়িতে কিছু তান্ত্রিক আচার করলে ভাগ্য ফিরে যাবে তাঁর। ভরতের কথায় বিশ্বাস করে তাঁর প্রস্তাবে রাজি হন ব্যক্তি। সেইমতো তন্ত্রসাধনার নামে ওই ব্যক্তির বাড়িতেই বেশ কিছুদিন ধরে ছিলেন অভিযুক্ত তান্ত্রিক। অভিযোগ, তান্ত্রিক প্রক্রিয়ার নামে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত। এর পর সেখান থেকে পালিয়ে যায়। তবে ঘটনার কথা জানতে পেরে অভিযুক্ত তান্ত্রিককে ধরে রীতিমতো গণপিটুনি দেয় গ্রামবাসীরা। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।

সুরাটের এসিপি বিপুল প্যাটেল বলেন, অভিযুক্ত তান্ত্রিকের বিরুদ্ধে গত ১০ মার্চ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার স্বামী। সেইমতো গ্রেপ্তার করে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা ওই তান্ত্রিকের চাচাতো ভাইয়ের স্ত্রী। পাশাপাশি পুলিশের আরও দাবি, ওই এলাকায় তন্ত্রক্রিয়া করার জন্য পরিচিত ছিলেন অভিযুক্ত তান্ত্রিক। এর আগেও একাধিক বাড়িতে গিয়ে তান্ত্রিক বিধি করেছেন। তবে তন্ত্র সাধনার আড়ালে এর আগেই অভিযুক্ত এমন কান্ড ঘটিয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।

অন্যদিকে, এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত নির্যাতিতা। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে নির্যাতিতার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তন্ত্রসাধনার নামে তুতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে।
  • চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের সুরাটে।
  • ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত তান্ত্রিককে নেড়া করা গণধোলাই দেয় গ্রামবাসীরা।
Advertisement