shono
Advertisement

Breaking News

Yogi Adityanath

উত্তরপ্রদেশের প্রতিটি বিভাগীয় সদরে স্পোর্টস কলেজ তৈরি হবে, বড় ঘোষণা যোগীর

রাজ্য ক্রীড়া ব্যবস্থাকে ঢেলে সাজানোর নয়া পরিকল্পনা মুখ্যমন্ত্রীর।
Published By: Hemant MaithilPosted: 01:07 PM Dec 31, 2025Updated: 01:07 PM Dec 31, 2025

হেমন্ত মৈথিল, গোরক্ষপুর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য ক্রীড়া ব্যবস্থায় উন্নতির লক্ষ্যে একগুচ্ছ বড় ঘোষণা করলেন। সোমবার গোরক্ষপুর শহর বিধানসভা কেন্দ্রের 'বিধায়ক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। বীর বাহাদুর সিং স্পোর্টস কলেজে আয়োজিত এই অনুষ্ঠান থেকে তিনি রাজ্যের প্রতিটি বিভাগীয় সদরে একটি করে স্পোর্টস কলেজ তৈরির পরিকল্পনা জানান।

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে খেলার মাঠ তৈরি হচ্ছে। ব্লক স্তরে মিনি স্টেডিয়াম এবং জেলা স্তরে বড় স্টেডিয়াম তৈরির কাজও দ্রুত এগোচ্ছে। গোরক্ষপুরের বেলিপারের কাছে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি হচ্ছে। পাশাপাশি ৬৩ কোটি টাকা ব্যয়ে গোরক্ষপুর আঞ্চলিক স্টেডিয়ামের সংস্কার করা হচ্ছে। মেরঠে কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের নামে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার কাজও চলছে।

যোগী আদিত্যনাথ জানান, প্রতিটি বিভাগীয় সদরে একটি করে স্পোর্টস কলেজ গড়া হবে। তিনি শীঘ্রই গোরক্ষপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসবেন। সরকার এবং এই প্রতিষ্ঠানগুলি যৌথভাবে সম্পদ ও দক্ষ কোচ সরবরাহ করবে। এতে খুদে খেলোয়াড়রা আরও উন্নত মঞ্চ পাবে।

মুখ্যমন্ত্রীর মতে, যুবসমাজ খেললে তবেই দেশ সমৃদ্ধ হবে। সুস্থ শরীর থাকলে তবেই জীবনে সাফল্য পাওয়া সম্ভব। খেলাধুলা এবং যোগব্যায়ামই শরীর সুস্থ রাখার চাবিকাঠি। তিনি জানান, গত ১১ বছরে দেশে ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে। কবাডি, হকি, ব্যাডমিন্টন বা অ্যাথলেটিক্স—সব ক্ষেত্রেই বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে।

এবারের প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, কবাডি, ভলিবল, জুডো এবং কুস্তির মতো ইভেন্ট ছিল। তীব্র শীত উপেক্ষা করে প্রায় ১০ হাজার খেলোয়াড় এতে অংশ নেন। তাঁদের এই উৎসাহ দেখে মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে খেলার মাঠ তৈরি হচ্ছে।
  • ব্লক স্তরে মিনি স্টেডিয়াম এবং জেলা স্তরে বড় স্টেডিয়াম তৈরির কাজও দ্রুত এগোচ্ছে।
  • মেরঠে কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের নামে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার কাজও চলছে।
Advertisement