shono
Advertisement
Assam

অসমে বাঙালি হেনস্তায় পুলিশে অভিযোগ তৃণমূলের, থানায় সাংসদ সুস্মিতা দেব

কীভাবে নির্যাতন, থানায় গিয়ে জানালেন সুস্মিতা দেব।
Published By: Amit Kumar DasPosted: 01:07 PM Dec 31, 2025Updated: 01:38 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের শিলচরে বাংলার পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। কাছাড়ের সিনিয়র এসপি পার্থপ্রতীম দাসকে লেখা ওই অভিযোগপত্রে সুস্মিতা লেখেন, রিঙ্কু শেখকে কাছাড় শিলচরের বাসিন্দারা কীভাবে শারীরিক নির্যাতন ও হেনস্তা করেছেন।

Advertisement

মুর্শিদাবাদের নুরপুরের বাসিন্দা রিঙ্কু শেখ বর্তমানে শিলচরের চামড়াগুদাম এলাকার বাসিন্দা। অসমের এই এলাকা বাঙালি অধ্যুষিত। ওই পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, রবিবার সকালে রোজকার মতোই তিনি ভ‌্যানে তাঁর ফেরি করার জিনিসপত্র নিয়ে স্থানীয় এলাকায় বেরিয়ে ছিলেন। কিন্তু রাস্তায় বেরোতেই রাধামাধব রোড এলাকায় কিছু স্থানীয় মানুষ তাঁকে ঘিরে ধরে ‘বাংলাদেশি ধরেছি’ বলে চিৎকার করতে থাকেন এবং তাঁকে প্রবল মারধর করেন। রিঙ্কু শেখ জানিয়েছেন, ইসলাম ধর্মাবলম্বী বলে সহজেই তাঁকে বাংলাদেশি হিসাবে দাগিয়ে দেওয়া হয় এবং যৌন হেনস্তাও করা হয় তাঁর উপর।

সুস্মিতা অভিযোগপত্রে জানিয়েছেন, রিঙ্কুর উপর হামলাকারীরা বজরঙ্গ দলের সদস‌্য। তাঁরা রিঙ্কুর কাছে তাঁর পরিচয়পত্র এবং অন‌্যান‌্য নথি দেখার দাবি জানায়। রিঙ্কু সমস্ত নথি দেখানোর পরেও তাঁকে প্রবল মারধর করে অভিযুক্তরা। এবং বাধ‌্য হয়ে নিজের সমস্ত জিনিসপত্র এবং গাড়িটিও ছেড়ে পালিয়ে আসতে বাধ‌্য হন রিঙ্কু শেখ।

এই ঘটনার পর রিঙ্কু থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। পরে সুস্মিতা দেবের সাহায্যেই পুলিশে অভিযোগ দায়ের করতে পারেন রিঙ্কু। এ বিষয়ে পুলিশের কঠোর পদক্ষেপ এবং দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। উল্লেখ‌্য, দেশের বিভিন্ন প্রান্তেই সাম্প্রতিক অতীতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ভাষার কারমে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নানাভাবে নিগ্রহ করার ঘটনা ঘটেছে। বিশেষত বিজেপিশাসিত রাজ‌্যগুলিতেই এই ধরণের ঘটনা বেশি ঘটেছে বলে রিপোর্টে প্রকাশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অসমের শিলচরে বাংলার পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মারধর ও হেনস্তা।
  • এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব।
Advertisement