সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে নতুন দলও তৈরি করেছেন। কিন্তু সদ্যসমাপ্ত বিহার নির্বাচনে সাফল্য পায়নি তাঁর দল। লালুপ্রসাদ যাদবের সেই ত্যাজ্যপুত্র তেজপ্রতাপ যাদব এ বার বাংলাতেও ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন। তবে শুধু বাংলাতেই নয়, দেশের অন্যান্য রাজ্যেও তাঁর দল ভোটে লড়বে বলে জানালেন লালুর জ্যেষ্ঠপুত্র।
নতুন বছরের প্রথম দিনে ইসকন মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তেজ। সেখান থেকে বেরোনোর সময়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলায় ভোটে লড়ার কথা জানালেন তিনি। বলেন, "শুধু বাংলা নয়, সব রাজ্যেই ভোটে লড়ব।" যদিও পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই তাঁর লড়বে কি না বা লড়লেও কোন কোন আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে, সে ব্যাপারে অবশ্য বিশদে কিছু জানাননি তেজ।
প্রসঙ্গত, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে তেজকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তার পরেই ‘জনশক্তি জনতা দল’ গঠন করেন তেজপ্রতাপ। বিহারে গত বিধানসভা নির্বাচনে ২২টি আসনে প্রার্থীও দিয়েছিল তাঁর দল। তেজও নিজের পুরনো কেন্দ্র মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু হেরে যান। তাঁর দলেরও কোনও প্রার্থী ভোটে জিততে পারেননি।
