shono
Advertisement
Tejashwi Yadav

বিজেপি নেতাদের দু'টি করে ভোটার কার্ড! প্রমাণ-সহ কমিশনকে 'ডাকাত' বলে তোপ তেজস্বীর

ভিনরাজ্যের বাসিন্দাদের বিহারের ভোটার করা হচ্ছে বলে অভিযোগ তেজস্বীর।
Published By: Amit Kumar DasPosted: 01:58 PM Aug 13, 2025Updated: 03:09 PM Aug 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে কার্যত ডাকাতি শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে সরব হলেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি নেতা-কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দুটি আলাদা এপিক নম্বর-সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে। নিজের দাবির সপক্ষে সংবাদমাধ্যমের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন তেজস্বী। বিশেষ নিবিড় সংশোধনী বা SIR নিয়ে বিতর্কের মাঝেই তেজস্বীর এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Advertisement

বুধবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, "বিজেপির অন্যতম বড় নেত্রী নির্মলা দেবী। যিনি মুজফফরপুরের মেয়র। এনার কাছে দুটি এপিক নম্বর-সহ দুটি আলাদা ভোটার কার্ড রয়েছে যার নম্বর REM1251917 ও GSB1835164। একই বিধানসভায় দুটি আলাদা বুথে দুটি ভোটার কার্ড দেওয়া হয়েছে। এপিক নম্বরের পাশাপাশি দুটি কার্ডে এনার বয়সও ভিন্ন। ইনি এসআইআরে দুটি আলাদা ফর্ম ভরেছিলেন। যার মাধ্যমে দুটি ভোটার কার্ড পেয়েছেন।" তেজস্বীর অভিযোগ, "বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে ভোটের আগে ভোট ডাকাতি শুরু করেছে। যদি নির্বাচন কমিশন নিজেই এই দুর্নীতি করে তাহলে এসআইআরের অর্থ কী? এই ঘটনা একটা নয়, গোটা বিহার জুড়ে এমন অজস্র ঘটনা ছড়িয়ে রয়েছে।"

শুধু তাই নয়, ভোটের আগে ভিন রাজ্য থেকে মানুষ এসে বিহারে ভোটার হচ্ছেন বলে অভিযোগ করেন তেজস্বী যাদব। তিনি অভিযোগ করেন, "গুজরাটে বিজেপির বড় দায়িত্বে রয়েছেন ভিখুভাই ডালসানিয়া। তিনি সম্প্রতি পাটনার ভোটার হয়েছেন। অথচ ২০২৪ সালে ইনি গুজরাট থেকে ভোট দিয়েছেন। গুজরাটের ভোটার তালিকা থেকে নিজের নাম মুছে পাটনায় এসেছেন তিনি। অথচ নিয়ম অনুযায়ী, ৫ বছরের আগে এমনটা করা যায় না। কিন্তু অদ্ভুতভাবে ইতি নাম ঠিকানা সব বদলে পাটনায় চলে এসেছেন। বিজেপি ও কমিশন মিলিতভাবে এক বিরাট ষড়যন্ত্র চালাচ্ছে বিহারে।"

উল্লেখ্য, বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। অভিযোগ তোলা হয়েছে এসআইআরের নামে অনৈতিকভাবে ভোটারদের বাদ দেওয়া হচ্ছে বিজেপির সুবিধা করে দিতে। জীবিত মানুষকে মৃত বলে দেখানো হচ্ছে। এই ইস্যুতে মামলাও দায়ের হয়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলাকালীন মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বহু মানুষকে আদালতে উপস্থিত করানো হয়। এবার তথ্য প্রমাণ-সহ বিজেপির এই ভোট ডাকাতির বিরুদ্ধে সরব হলেন তেজস্বী যাদব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনে বিজেপিকে জেতাতে নির্বাচন কমিশন ভোট ডাকাতি শুরু করেছে বলে অভিযোগ তেজস্বীর।
  • অভিযোগ, বেছে বেছে বিজেপি নেতা-কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দুটি আলাদা এপিক নম্বর-সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে।
  • নিজের দাবির সপক্ষে সংবাদমাধ্যমের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন তেজস্বী।
Advertisement