shono
Advertisement
Jammu & Kashmir

কাশ্মীরে বড় অভিযান সেনার, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, আহত ৩ জওয়ান

ওই অঞ্চলে আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 11:18 AM Sep 08, 2025Updated: 11:57 AM Sep 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। সোমবার সকালে কুলগাম জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযানে খতম করা হয়েছে এক জঙ্গিকে। অভিযান চলাকালীন এক সেনা আধিকারিক-সহ জখম হয়েছেন তিন জওয়ান। ওই অঞ্চলে আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তাদের ঘিরে ফেলেছে সেনা। চলছে গুলির লড়াই।

Advertisement

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, কুলগাম জেলার গুড্ডার জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার গোপন খবর এসেছিল নিরাপত্তাবাহিনীর কাছে। সেইমতো প্রস্তুতি নিয়ে মাঠে নামে পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী। জঙ্গল ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়ে হয়ে সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও দীর্ঘ গুলির লড়াইয়ের পর এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে। অনুমান করা হচ্ছে, আরও ২ জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে। ফলে তল্লাশি ও গুলির লড়াই জারি রয়েছে জঙ্গলে। এদিকে গুলির লড়াইয়ে এক আধিকারিক-সহ মোট ৩ জওয়ান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর উপত্যকা থেকে সন্ত্রাসের জাল ছিঁড়ে ফেলতে তৎপর হয়েছে সেনা। ব্যাপক ধড়-পাকড়ের পাশাপাশি জঙ্গি নিধন যজ্ঞ। এরপর শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলায় যুক্ত ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়েছিল তারা। সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই ডিভাইসের মাধ্যমে জঙ্গিদের লোকেশন জেনে নিয়েই অপারেশন চালায় সেনা। খতম হয় তিন জঙ্গি। গত মাসেই একাধিক অনুপ্রবেশের চেষ্টা হয় জম্মু ও কাশ্মীরে। আধাসেনার তৎপরতায় ব্যর্থ হয় সে চেষ্টা। গুলিতে মৃত্যু হয় একাধিক জঙ্গির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীরে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর।
  • সোমবার সকালে কুলগাম জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযানে খতম করা হয়েছে এক জঙ্গিকে।
  • অভিযান চলাকালীন এক সেনা আধিকারিক-সহ জখম হয়েছেন তিন জওয়ান।
Advertisement