সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মলদ্বারের ভিতরে জলের পাইপ ঢুকিয়ে জল ছেড়ে দেওয়া হয়েছিল। 'বন্ধু'দের এমন পৈশাচিক অত্যাচারে মৃত্যু হল হরিয়ানার এক যুবকের। এই ঘটনায় অভিযুক্ত অতিন্দর, কার্তিক, সন্দীপ এবং রাহুল নামের চার জন। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনোজ চৌহান। ফরিদাবাদের সঞ্জয় কলোনির বাসিন্দা তিনি। মনোজের চার 'বন্ধু' তাঁকে একটি ফার্মহাউজে ডেকে নিয়ে গিয়ে খুন করে বলে অভিযোগ। প্রত্যেকের গড় বয়স তিরিশ। পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, ১৭ মে সকাল ৯টা নাগাদ অতিন্দর, কার্তিক, সন্দীপ এবং রাহুলের সঙ্গে ফার্মাহাউজে যান মনোজ। বেশ কিছুটা সময় বাদে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন তিনি।
মনোজের ভাই আনন্দ জানান, শেষ মুহূর্তে পাশবিক অত্যাচারের কথা জানিয়েছেন দাদা। তিনি বলেছেন, জোর করে তাঁর মলদ্বারে জলের পাইপ ঢুকিয়ে হাই প্রেশারে জল ছাড়া হয়েছিল। এর ফলে শরীরের ভিতরের অংশে প্রবল আগাত লাগে। ঘটনাস্থলে নেতিয়ে পড়েন মনোজ। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফরিদাবাদের সেক্টর ৫৮-র থানায় অভিযোগ দায়ের করেন আনন্দ চৌহান। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সন্দীপ এবং রাহুল আলিয়াস কবুতরকে। অন্য দুই অভিযুক্তের খোঁজ চলছে।