সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের টানে ভারতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন বাংলাদেশি মহিলা। তিনজনকে দিল্লির মহেন্দ্র পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করছে দিল্লি পুলিশ। ওই তিন মহিলা ওই এলাকাতেই বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিন বাংলাদেশি মহিলা দিল্লির কোনও এক জায়গায় বসবাস করছেন। তাঁদের সঙ্গে তাঁদের প্রেমিকরাও থাকছে। যদিও ঠিক কোন জায়গায় ওই মহিলারা থাকছে সেই বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হচ্ছিল না। এরপরেই ফেসবুকে একটি রিলসের সূত্র ধরে পুলিশ জায়গাটি চিহ্নিত করে। এরপরই ওই তিনজন মহিলাকে দিল্লির মহেন্দ্র পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডেপুটি পুলিশ কমিশনার ভীষম সিং জানান, ধৃতদের মধ্যে দীপা নামে একজন মহিলা ফেসবুকে ভারতীয় এক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেন বলে জানতে পেরেছে পুলিশ। সেই ব্যক্তিই ওই মহিলাকে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে অনুপ্রবেশ করতে সাহায্য করেছিল। যদিও ওই প্রেমিককে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে একই অভিযোগে আরও দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও এই দু’জন নিজেদের ভারতীয় বলে দাবি করে। প্রমাণ হিসাবে তাঁরা মোবাইল ফোনে থাকা ভারতীয় আত্মীয় পরিজনদের নম্বর দেখানোর চেষ্টা করে। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে দু’টি স্মার্ট ফোন ও একটি কিপ্যাড ফোন বাজেয়াপ্ত করেছে। এই ফোন গুলি থেকেই তাঁরা বাংলাদেশে থাকা পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখত।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তিন মহিলাই সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তাঁরা ট্রেনে করে দিল্লিতে পৌঁছেছিলেন। এরপর ভারতে থাকা প্রেমিকদের সহযোগিতায় দিল্লিতে বসবাস শুরু করেন। পুলিশ জানিয়েছে, ভারতে অনুপ্রবেশ করতে এবং বসবাস করতে যাঁরা ওই মহিলাদের সহযোগিতা করেছিল তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
