shono
Advertisement
Delhi–Mumbai Expressway

গাড়ির সঙ্গে সংঘর্ষে জ্বলল পিকআপ ভ্যান, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে জীবন্ত দগ্ধ ৩

গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 09:37 AM Dec 17, 2025Updated: 09:37 AM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় দুর্ঘটনা দিল্লি মুম্বই-এক্সপ্রেসওয়েতে। গাড়ির সঙ্গে সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠল পিকআপ ভ্যান। ঘটনায় জেরে জীবন্ত দগ্ধ হলেন তিন সওয়ারি। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা যাচ্ছে, বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে রাজস্থানের জয়পুরে দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়েতে। দিল্লি থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথে উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সেটির। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ভ্যানে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হন স্থানীয়রা। তারা ওই গাড়ি থেকে যাত্রীদের বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহগুলিতে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে পিকআপ ভ্যানের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। যার জেরে যাত্রীরা সেখান থেকে বের হতে পারেননি। তার উপর আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতদের পরিচয় জানারও চেষ্টা চলছে।

উল্লেখ্য, এই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গত সোমবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ধোঁয়াশার জেরে পরপর কুড়িটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে দুই পুলিশকর্মী-সহ ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ২০ জন। দুর্ঘটনার সময় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে গিয়েছিল। দু’টি ওভারলোড ডাম্পারের মধ্যে সংঘর্ষ দিয়ে শুরু হয় ধারাবাহিক দুর্ঘটনা। দু’টি ট্রাক উলটে যায়। সব মিলিয়ে ২০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এখানেও ধোঁয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বড়সড় দুর্ঘটনা দিল্লি মুম্বই-এক্সপ্রেসওয়েতে।
  • গাড়ির সঙ্গে সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠল পিকআপ ভ্যান।
  • ঘটনায় জেরে জীবন্ত দগ্ধ হলেন তিন সওয়ারি।
Advertisement