shono
Advertisement
Delhi

ঘরই 'গ্যাস চেম্বার', বিষাক্ত বাষ্প তৈরি করে আত্মহত্যার চেষ্টা পরিবারের! দিল্লিতে মৃত ৩

আর্থিক সংকটে ভুগছিল পরিবারটি, প্রাথমিক তদন্তে দাবি পুলিশের।
Published By: Gopi Krishna SamantaPosted: 01:04 PM May 13, 2025Updated: 01:04 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেই বিষাক্ত গ্যাস তৈরি করে আত্মহত্যা! চাঞ্চল্যকর ঘটনা ঘটল দিল্লিতে। একই পরিবারের চারজন একটি কারখানার মধ্যে বিষাক্ত গ্যাস তৈরি করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। ঘটনায় দুই সন্তান-সহ গৃহকর্তার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির সঙ্গম পার্কের কাছে একটি বাইকের হর্ন তৈরির কারখানায় এমন ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত্যু হয়েছে ৪০ বছর বয়সি হরদীপ সিংয়ের। পাশাপাশি তাঁর ১৬ বছর বয়সি ছেলে এবং ১৫ বছরের মেয়েরও মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় দীপচাঁদ বন্ধু হাসপাতালে হরদীপের স্ত্রী হরপ্রীত সিংয়ের চিকিৎসা চলছে। ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পশ্চিম) ভীষম সিং জানিয়েছেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে একটি বাইকের হর্ন তৈরির কারখানা চালাতেন হরদীপ সিং। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে কারখানার ভিতরে একটি বিষাক্ত গ্যাস তৈরি করা হয়। পরে সেখানে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের চারজন সদস্য। 

কোনও রকমে হরদীপের এক সন্তান তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে এই খবর জানায়। এরপরই আত্মীয়রা পৌঁছে সকলকে উদ্ধার করেন। হরদীপ এবং তাঁর দুই সন্তানকে হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার বিকালে তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে, হরপ্রীত দীপচাঁদ বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক সংকটের কারণেই আত্মহত্যার পথ বেছে নেন সকলে। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, হরপ্রীত সুস্থ হলে তাঁর কাছ থেকে পুরো ঘটনা সম্পর্কে জানা সম্ভব হবে। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। কারখানাটি আপাতত সিল করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লিতে একই পরিবারে চারজন কারখানার মধ্যে বিষাক্ত গ্যাস তৈরি করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।
  • ঘটনায় দুই সন্তান-সহ গৃহকর্তার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
  • সোমবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির সঙ্গম পার্কের কাছে একটি বাইকের হর্ন তৈরির কারখানায় এমন ঘটনা ঘটে।
Advertisement