সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার পোশাক পরে নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা। আতঙ্কে কাঁপতে কাঁপতে তাই সেনার উপরেও ভরসা রাখতে পারেননি সদ্য প্রিয়জনকে হারানো পর্যটকরা। পহেলগাঁও হামলার পরে এমন হাড়কাঁপানো ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সেনা জওয়ানরা আহত পর্যটকদের উদ্ধার করতে যাচ্ছেন। কিন্তু তাঁদেরকেও ভয় পাচ্ছেন বৈসারনের পর্যটকরা।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ছিল স্বাভাবিক। ঘন পাইনের বন ঘেঁষা অপূর্ব প্রকৃতিক পরিবেশে ঘুরে বেড়িয়ে উপভোগ করছিলেন পর্যটকেরা। তখনই আচমকা হামলা করে জঙ্গিরা। তাদের গুলিতে ২৬ জন নিহত হন। এর মধ্যে ২৫ জন ভূস্বর্গে ঘুরতে আসা পর্যটক। তার পরে প্রকাশ্যে এসেছে চার জঙ্গির ছবি। জানা গিয়েছে, তারা লস্করের সদস্য। এদের মধ্যে দু’জন পাক নাগরিক।
হামলার একাধিক ভিডিওতে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, সেনার পোশাক পরে বৈসরনে হামলা করেছিল জঙ্গিরা। প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে নিয়ে গুলি চালিয়েছিল। চোখের সামনে নিজের প্রিয়জনদের শেষ হয়ে যেতে দেখেছেন নিরীহ পর্যটকরা। জঙ্গিরা চলে যাওয়ার পরেও আতঙ্কে কাঁপছিলেন তাঁরা। তাই সেনা জওয়ানরা যখন পর্যটকদের উদ্ধার করতে যান, তখন তাঁরা ভেবেছেন সেনার পোশাক পরে আবার হয়তো ফিরে এল জঙ্গিরা। আতঙ্কিত পর্যটকদের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা হাতজোড় করে কাঁদতে কাঁদতে বলছেন, 'আমার সন্তানকে ছেড়ে দিন।' শিশুটি ভয় পেয়ে ডাকছে তার বাবাকে। তারপরেই অজ্ঞান হয়ে যান ওই মহিলা। সম্ভবত তাঁর স্বামীকে হত্যা করেছে জঙ্গিরা। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা এবং অন্যান্যদের আশ্বস্ত করার চেষ্টা করছেন জওয়ানরা। বারবার বলছেন, 'আমরা ভারতীয় সেনা, আপনাদের উদ্ধার করতে এসেছি।' তবে আতঙ্কে কাঁপতে থাকা পর্যটকরা আশ্বাস আর পাচ্ছেন কই?
