shono
Advertisement
Muslim

'এদেশে থাকতে দিয়ে ভুল করেছি', মুসলিম-বিদ্বেষী গানে ছেয়েছে নেট ভুবন!

'ইসলামোফোবিয়া' ছড়ানোর দাবি উঠেছে অন্তত ২০টি গানে।
Published By: Biswadip DeyPosted: 03:11 PM Apr 29, 2025Updated: 03:11 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। প্রাণ যায় ২৬ জনের। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে প্রকাশিত হয় একটি গান। সেই গানে ভারতীয় মুসলিমদের আক্রমণ করে তাদের 'বিশ্বাসঘাতক' বলে কটাক্ষ করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ে সেই গানের 'ভিউ' ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ ৪০ হাজার। পাশাপাশি আরও নানা গান এই ক'দিনে নেট ভুবনে ঘুরতে শুরু করেছে যার মূল অবলম্বনই হল 'ইসলামোফোবিয়া'।

Advertisement

'পহেলে ধর্ম পুছা' অর্থাৎ 'প্রথমে ধর্ম জানতে চাওয়া হয়েছিল' শীর্ষক গানটির চারটি লাইন বাংলা করলে দাঁড়ায় 'তোমাদের এদেশে থাকতে দিয়ে আমরা খুব ভুল করেছি/ তোমাদের নিজেদের তো দেশ ছিল, সেখানে গেলে না কেন?/ ওরা হিন্দুদের কাফের বলে,/ ওদের হৃদয় আমাদের বিরুদ্ধে ঘৃণায় ভরা'। গানটি মুক্তির পরই অনেকেই সেই গান শুনে সেটি শেয়ারও করেছেন।

এদিকে কেবল ওই একটি গানই নয়, মুসলিম-বিরোধী গানের একটা ঢেউ যেন বইতে শুরু করেছে ইন্টারনেটে। সেখানে একদিনে ইসলাম ধর্মাবলম্বীদের 'বিশ্বাসঘাতক' বলার পাশাপাশি বয়কটের ডাকও দেওয়া হয়েছে। এমন সব গান ঘিরে বিতর্ক ঘনিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন দাবি করা হয়েছে, অন্তত ২০টি গানের সন্ধান মিলেছে যেখানে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উগরে দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানকে আক্রমণ করে গানও লেখা হয়েছে।

ভারত সরকারের কাছে পাকিস্তানকে মানচিত্র থেকেই মুছে দেওয়ার দাবি যেমন জানানো হয়েছে কোনও গানে, কোথাও আবার পহেলগাঁওয়ের ঘটনার উল্লেখ করে পাকিস্তানিদের রক্ত ঝরানোর আর্জি জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ধরনের গান হিন্দুত্ববাদীরা সোশাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার করছেন। বিশেষ করে সোশাল মিডিয়ার নানা গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার।
  • পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। প্রাণ যায় ২৬ জনের।
  • আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে প্রকাশিত হয় একটি গান। সেই গানে ভারতীয় মুসলিমদের আক্রমণ করে তাদের 'বিশ্বাসঘাতক' বলে কটাক্ষ করা হয়েছে।
Advertisement