shono
Advertisement
Uttar Pradesh

বিয়েবাড়িতে কে আগে রুটি নেবে! চরম বিবাদে মৃত্যু দুই কিশোরের

বিয়েবাড়ির আনন্দে মুহূর্তেই বিষন্নতা নেমে আসে।
Published By: Gopi Krishna SamantaPosted: 03:39 PM May 05, 2025Updated: 03:58 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়িতে খাওয়ার 'আনন্দ' প্রাণ কাড়ল দুই কিশোরের! তাও শুধুমাত্র একটা রুটির জন্য! অবাক লাগলেও এটাই সত্যি। কে আগে বিয়েবাড়িতে তন্দুরি রুটি নেবে সেই নিয়ে বিবাদ শুরু হয় দুই কিশোরের। এরপর হাতাহাতি। একে অপরের উপর লাঠি হাতে চড়াও হলে মৃত্যু হয় দু’জনের। গত ৩ মে উত্তরপ্রদেশের আমেঠি গ্রামে এমন ঘটনা ঘটে। ১৭ বছরের এক কিশোর ও ১৮ বছরের রবি কুমার গ্রামেরই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিল।

Advertisement

মেয়ের বিয়েতে এমন ঘটনায় শোকস্তব্ধ পাত্রীর বাবা রামজীবন বর্মা। তিনি বলেন, “বিয়ের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ জানতে পারি দু'জনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। দৌড়ে গিয়ে দেখি, দু’টি বাচ্চা ছেলে মারামারি করছে। তারা একে অপরের উপর লাঠি দিয়ে আঘাত করে।” 

বিয়েবাড়িতে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগে হঠাৎই দুই কিশোর হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরের উপর লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ বছরের কিশোরের। রবিকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।এদিকে দুই কিশোরের মৃত্যুতে বিয়েবাড়ির আনন্দে মুহূর্তেই বিষন্নতা নেমে আসে।

এই ঘটনার পর পুলিশ পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করে। গইরিগঞ্জ সার্কেলের চিফ অফিসার অখিলেশ বর্মা জানান, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে কীভাবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। পাশাপাশি ঘটনার সময় বিয়েবাড়িতে উপস্থিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, এলাকারই দুই কিশোরের মৃ্ত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কে আগে বিয়েবাড়িতে তন্দুরি রুটি নেবে সেই বিয়ে বিবাদ শুরু হয় দুই কিশোরের।
  • হাতাহাতি থেকে একে অপরের উপর লাঠি হাতে চড়াও হলে মৃত্যু হয় দু’জনেরই।
  • গত ৩ মে উত্তরপ্রদেশের আমেঠি গ্রামে এমন ঘটনা ঘটে।
Advertisement