সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোরে নলবাহিত জল (Indore Water Contamination) পান করে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। অসুস্থ আরও দুই হাজারেরও বহু মানুষ। এই ঘটনায় বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী (Uma Bharti)। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণার পালটা মুখ্যমন্ত্রী মোহন যাদবের উদ্দেশে তাঁর প্রশ্ন, 'জীবনের দাম মাত্র ২ লক্ষ টাকা?'
শুক্রবার এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে সরব হন উমা ভারতী। তিনি লেখেন, '২০২৫ সালে দাঁড়িয়ে দূষিত জল পান করার কারণে ইন্দোরে সাধারণ মানুষের মৃত্যু আমাদের রাজ্য, আমাদের সরকার এবং সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে লজ্জিত ও অপমানিত করেছে।' মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের সবচেয়ে পরিচ্ছন্ন শহরটি বাস্তবে এইটাই নোংরা ও বিষাক্ত যে তার ভয়াবহ পরিণতি অসংখ্য মানুষের প্রাণ কেড়েছে। মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।'
এত মানুষের মৃত্যুর পর ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পর্যাপ্ত নয় বলে উল্লেখ করে উমা ভারতী আরও লেখেন, 'একটি জীবনের মূল্য কখনও ২ লক্ষ টাকা হতে পারে না। কারণ, যার মৃত্যু হল তাঁর পরিবার সারাজীবন শোকে ডুবে থাকে। এই পাপের জন্য ক্ষমা চাইতে হবে। এবং উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই সময় মোহন যাদবের পরীক্ষার সময়।' এক্স হ্যান্ডেলে নিজের এই বার্তা বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল ও মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ট্যাগ করেন উমা।
মর্মান্তিক এই ঘটনার পর মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেস সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। সেই ইস্যুতে উমা আরও বলেন, 'এই ঘটনার পর কারা দায় এড়ানোর চেষ্টা করছে? যদি আপনাদের দায় না থাকে তবে পদে বসে কেন আপনারা বিসলেরির জল পান করছেন? পদ ছেড়ে কেন জনতার কাছে জাননি? এই পাপের কোনও সাফাই নেই। আছে প্রায়শ্চিত্ত ও দণ্ড। শুধু ইন্দোরের মেয়রই নন, মধ্যপ্রদেশের সরকার এবং প্রশাসন এই জঘন্য অপরাধের জন্য দায়ী সকলকেই এই অপরাধের জন্য কাঠগড়ায় তোলা হোক।'
উল্লেখ্য, ইন্দোরের ভগীরথপুরা এলাকায় নলবাহিত জল পান করে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন অসংখ্য মানুষ। মৃতদের মধ্যে রয়েছে একরত্তি শিশুও। জানা গিয়েছে, নলবাহিত জলে দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। জলের স্বাদও ছিল কটু। কিন্তু অভিযোগ জানিয়েও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বেশি কর দিয়েও কেন সরকারি পরিষেবার এই হাল। কিন্তু কী কারণে পানীয় জলে বিষক্রিয়া হল? পুর কমিশনার দিলীপ কুমার যাদব জানিয়েছেন, এলাকার মূল জল সরবরাহের পাইপলাইনে একটি লিকেজ শনাক্ত করা গিয়েছে। ক্ষতিগ্রস্ত সেই পাইপলাইনের কাছেই সম্প্রতি একটি শৌচাগার নির্মাণ করা হয়। অনুমান, সেখান থেকেই পানীয় জলে বিষক্রিয়া হয়েছে। বিজেপিশাসিত রাজ্যটির এই শহরের বাসিন্দাদের প্রশ্ন, কেন এত বেশি কর দেওয়ার পরও এই পরিস্থিতিতে পড়তে হল।
