সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে গেল। কিন্তু আইএসএল নিয়ে অনিশ্চয়তা কাটার কোনও নামগন্ধ নেই। এই মরশুমে কি আদৌ আইএসএল হবে? কোনও উত্তর নেই। ইংরেজি নতুন বছর মানে ট্রান্সফার উইন্ডোও খোলে। কিন্তু ভারতীয় ফুটবলে আপাতত সেই সবের সুযোগ নেই। তাহলে উপায় কী? তার খোঁজে এবার সরাসরি ফিফার দ্বারস্থ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা। ভারতীয় ফুটবল ফেডারেশনকে দুষে তারা সরাসরি ফিফার কাছে আবেদন করছেন, 'দয়া করে ভারতের ফুটবলকে বাঁচান।'
গুরপ্রীত সিং সান্ধুর পোস্ট করা এক ভিডিওয় উপস্থিত ছিলেন সুনীল, সন্দেশ ঝিঙ্ঘান, প্রীতম কোটাল, রাহুল ভেকে, অমরিন্দর সিং প্রমুখ। এমনকী বিদেশিদের মধ্যে কার্লোস দেলগাদো, হুগো বুমো, মাইকেল জাবাকোরাও ছিলেন। সেখানে তাঁরা একবাক্যে ভারতীয় ফুটবলকে 'বাঁচানোর' জন্য কাতর আবেদন করেন। ফুটবলারকে একে-একে বলেন, "এটা জানুয়ারি। এখন আমাদের ভারতীয় সুপার লিগে ফুটবল খেলে আপনাদের টিভি-ফোনের পর্দায় আসার কথা ছিল। তার জায়গায় আমরা আজ মনে ভয় নিয়ে, কিছুটা বেপরোয়া হয়ে এমন কিছু বলছি, যা সবাই জানে। আমরা একটা আবেদন জানাতে এখানে এসেছি। ভারতীয় ফুটবলের যারা দায়িত্বে আছে, তারা তাদের কর্তব্য পালন করতে পারেনি।"
তাঁদের সংযোজন, "এটাই আমাদের শেষ চেষ্টা। তাই আমরা ফিফাকে বলছি, দয়া করে বিষয়টিতে হস্তক্ষেপ করুন। ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য যা করার দরকার করুন। আশা করি আমাদের আবেদন ঠিক জায়গায় যাবে। এই আবেদন রাজনৈতিক নয়। আমাদের সঙ্গে কারও লড়াই নেই। কিন্তু আমরা আজ বাধ্য। সত্যিটা হল আমরা মানবিক, অর্থনৈতিক ও ক্রীড়াক্ষেত্রে সংকটের মুখোমুখি। আমাদের যত তাড়াতাড়ি এই অবস্থা থেকে উদ্ধার করুন। প্লেয়ার, স্টাফ, ভক্তরা সবাই বিষয়টা নিয়ে নিশ্চয়তা চায়। সবচেয়ে বড় কথা জানতে চাই ভবিষ্যতে কী আছে। আমরা শুধু ফুটবল খেলতে চাই। আমাদের সেটা করতে সাহায্য করুন।"
