সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের আনন্দ যখন তুঙ্গে, ঠিক তখনই মুম্বইয়ের সান্তাক্রুজ ইস্ট এলাকায় ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। দীর্ঘদিনের প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে এক ভয়াবহ পথ বেছে নিলেন বছর পঁচিশের যুবতী।
পুলিশ সূত্রে খবর, যুবতী এবং ৪২ বছর বয়সী ওই ব্যক্তির মধ্যে দীর্ঘ ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। যুবতী বারবার বিয়ের জন্য চাপ দিলেও ওই ব্যক্তি তা এড়িয়ে যাচ্ছিলেন। বছরের পর বছর অপেক্ষার পর ধৈর্য হারান প্রেমিকা। নতুন বছরের রাতে এক ভয়াবহ পরিকল্পনা সাজান তিনি।
নতুন বছর উদযাপনের অজুহাতে প্রেমিককে নিজের বাড়িতে ডেকেছিলেন ওই যুবতী। ব্যক্তিটি ঘুণাক্ষরেও টের পাননি সেখানে তার জন্য কী অপেক্ষা করছে। উৎসবের আবহে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় প্রেমিকের গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে দেন তিনি।
গুরুতর আহত অবস্থায় কোনও মতে ঘর থেকে পালিয়ে বেরিয়ে আসেন ওই ব্যক্তি। এরপর নিজের দাদাকে ফোন করে পুরো বিষয়টি জানান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবতী বেপাত্তা। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত এবং অপরাধমূলক হুমকির অভিযোগে পুলিশ একাধিক টিম গঠন করে তার সন্ধান চালাচ্ছে। সম্পর্কের টানাপোড়েন যে কতটা হিংসাত্মক হয়ে উঠতে পারে, এ ঘটনা তার এক ভয়ংকর উদাহরণ।
