সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা 'গ্রোক'-এর কাজে অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডলের এই পরিষেবা ব্যবহার করে যে কেউ যখন-তখন যেমন ইচ্ছে অশ্লীল এবং যৌনতায় সুড়সুড়ি দেওয়া কনটেন্ট বানিয়ে ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ তুলে সমাজমাধ্যমটিকে নোটিস ধরাল কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
কেন্দ্র জানিয়েছে, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন এবং ২০২১ সালের নিয়মবিধি মেনে যে ভাবে কাজ করা উচিত, তা করছে না এক্স হ্যান্ডল। সেই কারণেই নোটিস ধরানো হয়েছে। এআই পরিষেবাকে কাজে লাগিয়ে যে ভাবে অশ্লীল, আপত্তিকর এবং যৌন উসকানিমূলক ছবি-ভিডিও বানানো হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। তাদের বক্তব্য, এই সব কনটেন্ট সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে আসলে মহিলাদের সম্মানহানি করা হয়। এই প্রবণতা যৌন হেনস্তাকেও 'সাধারণ বিষয়' করে তোলে। এ বিষয়ে এক্স হ্যান্ডলের তরফে আদৌ কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, বা করলেও কী কী পদক্ষেপ করা হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে সেই 'অ্যাকশন টেকেন রিপোর্ট' চেয়েছে কেন্দ্র।
'গ্রোক'কে ব্যবহার করে কেউ যাতে আইনবিরুদ্ধ ছবি-ভিডিও বানাতে না পারেন, তা নিশ্চিত করতে এআই মডেলটির যান্ত্রিক বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ এক্স কর্তৃপক্ষকে দিয়েছে কেন্দ্র। নরেন্দ্র মোদি সরকারের পরামর্শ, ব্যবহারকারীদের আটকাতে এ বিষয়ে কঠোর নীতি প্রণয়ন করুক গ্রোক। কেউ নিয়ম না মানলে প্রয়োজনে তাঁদের 'টার্মিনেট' করা হোক, যাতে তাঁরা আর গ্রোক ব্যবহারই করতে না পারে। কেউ অশ্লীল কনটেন্ট পোস্ট করলে সঙ্গে সঙ্গেই তা মুছে দিতে হবে। পাশাপাশি, কারা এই কাজ করছেন, তার প্রমাণও রেখে দিতে হবে বলে এক্স কর্তৃপক্ষকে জানিয়েছে কেন্দ্র।
