shono
Advertisement
Union Budget 2025

২০০ বন্দে ভারত, ১০০ অমৃত ভারত! বাজেটে বঞ্চনার অভিযোগ উড়িয়ে ঘোষণা রেলমন্ত্রীর

যাত্রী সুরক্ষা এবং কবচ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
Published By: Subhajit MandalPosted: 09:36 AM Feb 02, 2025Updated: 09:36 AM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবারের বাজেট বক্তৃতায় রেল নিয়ে টু শব্দটিও করেননি। তাতে নানা মহল থেকে অভিযোগ আসছিল, এবারও হয়তো রেলের বাজেটে বিশেষ কোনও চমক নেই। বিশেষ করে রেলের যাত্রী সুরক্ষা এবং 'কবচে'র উল্লেখ বাজেটে না থাকায় অনেকেই হতাশ হন। কিন্তু বাজেটের পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন, বঞ্চনার প্রশ্নই নেই। রেলে বিরাট বরাদ্দ করেছেন নির্মলা সীতারমণ।

Advertisement

বৈষ্ণবের ঘোষণা, রেলে এই যে বিরাট বরাদ্দ হয়েছে তাতে আগামী দিনে যাত্রী সুরক্ষা, রেলের স্থায়ী সম্পত্তি বৃদ্ধি, পরিকাঠামো খাতে যেমন খরচ করা হবে, তেমনই আমজনতার জন্য একগুচ্ছ নতুন ট্রেনও চালু করা হবে। রেল মন্ত্রক আগামী দু'বছরে প্রায় সাড়ে সতেরো হাজার কামরা নির্মাণের লক্ষ্য নিয়েছে।

রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী ২-৩ বছরে আরও অন্তত ২০০টি বন্দে ভারত ট্রেন চালানোর টার্গেট নিয়েছেন রেলমন্ত্রী। এর মধ্যে ২৪ কামরার অন্তত পঞ্চাশটি 'বন্দে ভারত' স্লিপার ট্রেন আগামী দু'বছরে চালানোর পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। এখানেই শেষ নয় গরিব যাত্রীদের জন্য আরও ১০০টি অমৃত ভারত এবং ৫০টি নমো ভারত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল। যদিও চলতি বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হয়েছে রেল। বাজেট নথি বলছে, লক্ষ্য থেকে প্রায় পনেরোশো কোটি টাকার কম আয় হয়েছে। বেড়েছে অপারেটিং রেশিও। বর্তমানে একশো টাকা আয় করতে রেলের খরচ হচ্ছে ৯৮.৯০ শতাংশ।

বাজেট নথি বলছে, পরিকাঠামো খাতে খরচ ধরা হয়েছে ২.৫২ লক্ষ কোটি টাকা। যে অর্থের একটি বড় অংশ নিরাপত্তা এবং রেলের স্থায়ী সম্পদ তৈরিতে ব্যবহার হওয়ার কথা রয়েছে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই রেলের ১০০ শতাংশ লাইনে বৈদ্যুতিকরণ সম্পন্ন হবে। কয়েক হাজার ফ্লাইওভার, আন্ডারপাস এবং রেলের স্থায়ী সম্পত্তি বাড়ানোয় যোগ দেওয়া হবে। তাৎপর্যপূর্ণভাবে কবচ নিয়ে বিশেষ আশ্বাস দিতে পারলেন না রেলমন্ত্রীও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবারের বাজেট বক্তৃতায় রেল নিয়ে টু শব্দটিও করেননি।
  • বৈষ্ণবের ঘোষণা, রেলে এই যে বিরাট বরাদ্দ হয়েছে তাতে আগামী দিনে যাত্রী সুরক্ষা, রেলের স্থায়ী সম্পত্তি বৃদ্ধি, পরিকাঠামো খাতে যেমন খরচ করা হবে, তেমনই আমজনতার জন্য একগুচ্ছ নতুন ট্রেনও চালু করা হবে।
  • রেল মন্ত্রক আগামী দু'বছরে প্রায় সাড়ে সতেরো হাজার কামরা নির্মাণের লক্ষ্য নিয়েছে।
Advertisement