সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যত্র বিয়ের ঠিক হওয়ায় সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন প্রেমিকা। যার জেরেই রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে তাঁকে গুলি খুন করলেন যুবক! প্রেমিকাকে খুনের পর ধরা পড়ার ভয়ে যুবক নিজেও আত্মঘাতী হন। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ভয়ংকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলার সুলতানপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ বছর বয়সি ওই যুবকের নাম দেবাংশ যাদব। দীপ্তি নামে ২১ বছর বয়সি এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। বিষয়টি যুবতীর পরিবারের নজরে পড়ায় দীপ্তির অত্যত্র বিয়ের ঠিক করে। বিষয়টি জানার পর, দীপ্তির হবু স্বামীর সঙ্গে দেখা করে তাঁকে রীতিমতো হুমকি দেন দেবাংশ। এই খবর দীপ্তির পরিবার জানতে পারলে দুই পরিবারের মধ্যে ব্যাপক অশান্তি হয়। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে ডাকা হয় পঞ্চায়েত সভা। গত রবিবার পঞ্চায়েতে গোটা ঘটনার জন্য ক্ষমা চান দেবাংশ। গ্রামের লোকেদের নির্দেশমতো দেবাংশ জানান, দীপ্তির সঙ্গে তিনি আর যোগাযোগ রাখবেন না। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল করেন অভিযুক্ত। ভোররাতে বাবার (অবসরপ্রাপ্ত সেনাকর্মী) বন্দুক নিয়ে দীপ্তির বাড়ি যান ওই যুবক। পাইপ বেয়ে বাড়ির ছাদের উঠে, সেখান থেকে দীপ্তির ঘরে প্রবেশ করেন তিনি।
পরিবারের তরফে জানা গিয়েছে, সেই সময় ঘরে নিজের বোনের সঙ্গে ঘুমোচ্ছিলেন দীপ্তি। ওই অবস্থায় কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি চালান দেবাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর কিছুক্ষণ পর বাড়ির পাশে পুকুরের ধারে ওই একই বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন দেবাংশ। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরে কনৌজের পুলিশ সুপার বিনোদ কুমার এএসপি অজয় কুমার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি খোল উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ দেবাংশের পরিবার। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
