shono
Advertisement

Breaking News

লকডাউনে বাপের বাড়িতে আটকে পড়েছেন স্ত্রী, অসহনীয় একাকীত্বে আত্মহত্যা স্বামীর

একাকীত্বের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। The post লকডাউনে বাপের বাড়িতে আটকে পড়েছেন স্ত্রী, অসহনীয় একাকীত্বে আত্মহত্যা স্বামীর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:47 PM Apr 09, 2020Updated: 02:47 PM Apr 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই গোটা দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাতারাতি বন্ধ হয়ে যায় গণপরিবহণ। তার ফলে বাপের বাড়িতে গিয়ে আটকে পড়েন এক মহিলা। এদিকে, লকডাউনের মাঝে একা একা গৃহবন্দি অবস্থায় থাকতে পারছিলেন না তাঁর স্বামী। পুলিশ সূত্রে খবর, একাকীত্বের জন্য মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর তার জেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই মহিলার স্বামী। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার মাঝে মর্মান্তিক এই ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের রাধাকুন্ড।

Advertisement

ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা বছর বত্রিশের রাকেশ সোনি। বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। প্রতিবেশীদের দাবি অনুযায়ী, তাঁদের দাম্পত্য সম্পর্ক ছিল স্বাভাবিক। সেভাবে অশান্তি হয়েছে বলে কোনওদিন শোনেননি কেউ। লকডাউনের ঠিক আগেই বাপের বাড়িতে গিয়েছিলেন রাকেশের স্ত্রী। শ্বশুরবাড়ি থেকে বেশ খানিকটা দূরে তাঁর বাপের বাড়ি। এদিকে, আচমকাই তিনি জানতে পারেন করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বন্ধ হয়ে যায় গণপরিবহণ। তাই বাপের বাড়িতেই আটকে যান ওই মহিলা।

[আরও পড়ুন: কেরলে আটক ঠিকাকর্মীদের খাবার পাঠাচ্ছেন স্মৃতি ইরানি! দাবি ওড়ালেন বিজয়ন]

এদিকে, স্ত্রী বাপের বাড়িতে থাকায় একাই দিন কাটছিল রাকেশের। সরকারি নিয়ম মেনে গৃহবন্দি অবস্থাতেই দিন কাটছিল তাঁর। একাকীত্বের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রতিবেশীরা একদিন দেখেন তাঁর বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। ডাকাডাকি করে কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। তাই পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁঁছয়। ঘরের ভিতর ঢুকে তাঁরা দেখেন সিলিং ফ্যান থেকে ঝুলছে রাকেশের দেহ। প্রাণহীন নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান পুলিশ। অলোক রাও নামে এক পুলিশ আধিকারিক বলেন, “রাকেশের স্ত্রী লকডাউনের কারণে বাপের বাড়িতে গিয়ে আটকে পড়েছেন। তাই একাকীত্বে ভুগছিলেন রাকেশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।” 

রাকেশের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। আদতে রাকেশ একাকীত্বের কারণে আত্মহত্যা করেছেন নাকি তার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: সংক্রমণ ঠেকানোর মরিয়া চেষ্টা, প্রথম রাজ্য হিসেবে লকডাউনের সময়সীমা বাড়াল ওড়িশা]

The post লকডাউনে বাপের বাড়িতে আটকে পড়েছেন স্ত্রী, অসহনীয় একাকীত্বে আত্মহত্যা স্বামীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement