shono
Advertisement
USA

পুতিনের সফরের পরেই রবিবার ভারতে ট্রাম্পের দূত, বাণিজ্যচুক্তি-সহ একাধিক বিষয়ে আলোচনা

বিদেশ সচিব বিক্রম মিসরি সঙ্গে বৈঠক করবেন অ্যালিসন হুকার।
Published By: Kishore GhoshPosted: 05:28 PM Dec 07, 2025Updated: 07:27 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ভারত-রাশিয়া ত্রিকোণমিতি ক্রমশ জটিল হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়া, বারবার ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতার দাবি এবং কঠোর অভিবাসী নীতি ভারতকে বেশি করে রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে। গত বৃহস্পতি-শুক্রে ভারত সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতেই কী কাজ হল? পাঁচ দিনের সফরে রবিবার ভারতে আসছেন আমেরিকার বিদেশ দপ্তরের রাজনৈতিক বিষয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। তিনি বিভিন্ন বিষয়ে ভারতীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

Advertisement

মার্কিন দূতাবাস সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার অবধি ভারতে থাকবেন অ্যালিসন হুকার। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি। দিল্লির পাশাপাশি বেঙ্গালুরুতেও যাওয়ার কথা রয়েছে অ্যালিসনের। তখনই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র দপ্তরে যাবেন তিনি। বিদেশ সচিব বিক্রম মিসরির সঙ্গে বৈঠক করবেন। কথা হবে কৃত্রিম মেধা (এআই) এবং মহাকাশ গবেষণায় দুই দেশের সহযোগিতার বিষয়ে।

উল্লেখ্য, এই সপ্তাহেই আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রিক সুইজারের ভারতে আসার কথা রয়েছে। তখনই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে। ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের আলোচনায় বাণিজ্যচুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বৃহস্পতিবার অবধি ভারতে থাকবেন অ্যালিসন হুকার।
  • এই সপ্তাহেই আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রিক সুইজারের ভারতে আসার কথা রয়েছে।
Advertisement