shono
Advertisement

৫০০ ও ১০০০ টাকার নোট চালু রাখার আর্জি অখিলেশের

সামনেই বিয়ের মরশুম! The post ৫০০ ও ১০০০ টাকার নোট চালু রাখার আর্জি অখিলেশের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:09 PM Nov 09, 2016Updated: 05:39 PM Nov 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে সামনেই বিয়ের মরশুম৷ বিয়ের খরচ মেটাতে রাজ্যজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট চালু রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ আবার তাঁর কাছে রাজ্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আপাতত ব্যাঙ্কে ৫০০ ও ১০০০ টাকার নোটের লেনদেন চালু রাখার৷

Advertisement

সমাজবাদী পার্টি সরকারের মুখ্যমন্ত্রী অখিলেশ কেন্দ্রের কাছে আরজি জানিয়েছেন, কেন্দ্রের উচিত রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করে ৫০০ ও ১০০০ নোট ভাঙিয়ে দেওয়া৷ কারণ, রাতারাতি ১০০ টাকার নোট ব্যাঙ্ক থেকে খুচরো করাতে গিয়ে ব্যাঙ্কগুলির পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ গ্রামগুলিতে ব্যাঙ্কের অভাবের ছবিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী৷ উত্তরপ্রদেশ সরকার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন, নয়া নিয়ম লাগু করার আগে কৃষক, গ্রামবাসী ও দরিদ্র মানুষের কথা ভেবে দেখতে৷ আসন্ন ফসল বিক্রি ও বিয়ের মরশুমের আগে সাধারণ মানুষ যেন কোনওভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্তে হয়রান না হন, সেদিকেও কেন্দ্রকে নজর রাখার পরামর্শ দিয়েছেন অখিলেশ৷

অন্যদিকে, উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল জাভেদ আহমেদ জানিয়েছেন, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার, ব্যাঙ্ক ও পোস্টঅফিসগুলির আশেপাশে বাড়তি পুলিশি প্রহরা মোতায়েন করা হয়েছে৷ এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক প্রান্তে পেট্রল পাম্প থেকে ৫০০ ও ১০০০ টাকার নোটের খুচরো না পেয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জনতা৷

The post ৫০০ ও ১০০০ টাকার নোট চালু রাখার আর্জি অখিলেশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement