সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের মা, স্ত্রী ও তিন সন্তানকে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক ব্যক্তির বিরুদ্ধে। পরে তিনি নিজেও আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। যোগীরাজ্যের পালহাপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কী হয়েছিল। পুলিশ সূত্রের দাবি, ৪২ বছরের অনুরাগ সিং ছিলেন একজন মদ্যপ ও মাদকাসক্ত। তিনি মানসিক প্রতিবন্ধীও ছিলেন। প্রায়ই পরিবারের সঙ্গে তাঁর বচসা হত। অনুরাগে স্ত্রী ও মা চেয়েছিলেন তাঁকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাতে। আর এই নিয়েই বাঁধত গোলমাল। শনিবার এই নিয়েই গোলমাল বাঁধে। ঝগড়ার মাত্রা বাড়তেই একে একে পরিবারের পাঁচজনকেই খুন (Murder) করেন তিনি। অনুরাগের মা সাবিত্রী (৬৫), স্ত্রী প্রিয়াঙ্কা (৪০) এবং ১২,৯ ও ৬ বছরের তিন সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছাদ থেকে গুলি চালিয়ে মাকে খুন করেন অভিযুক্ত। পরে হাতুড়ি দিয়ে স্ত্রীকে খুন করে বাচ্চাগুলিকে ছাদ থেকে ছুড়ে ফেলে হত্যা করেন তিনি। পরে তিনি নিজেকেও গুলি করেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহও।
[আরও পড়ুন: অমিত শাহকে বিদায় জানাতে বিমানবন্দরে ‘কয়লা মাফিয়া’! তালিকা প্রকাশ করে তোপ তৃণমূলের]
আপাত ভাবে শান্ত পালহাপুর গ্রামটিতে চাঞ্চল্য ছড়িয়েছে এমন এক ভয়ংকর ঘটনাকে কেন্দ্র করে। দেহগুলি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় মানুষের ভিড় জমেছিল বাড়িটির সামনে। তদন্তকারী সিনিয়র পুলিশ আধিকারিক চক্রেশ মিশ্র জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তশেষে একটি মামলা রুজু করা হবে।
