shono
Advertisement
Uttar Pradesh

রুটি বানাতে দেরি, গরম তাওয়া দিয়েই স্ত্রী-পুত্রকে বেধড়ক মার যুবকের! উত্তরপ্রদেশে চাঞ্চল্য

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 08:26 PM Dec 23, 2025Updated: 09:39 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে রুটি বানাতে দেরি করেছিলেন স্ত্রী। আর সেই রাগেই তরুণীকে গরম তাওয়া দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যুবকের ক্ষোভ থেকে পার পেল না তাঁর চার বছরের পুত্রও। শনিবার চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।      

Advertisement

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত তরুণীর নাম রাধিকা সাহানি (৩০)। বেশ কয়েকবছর আগে লালচাঁদ সাহানি নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। পেশায় তিনি একজন ট্রাক চালক। কিন্তু বিয়ের পর থেকেই দু’জনের বিবাদ লেগে থাকত। এমনকী মদ খেয়ে বাড়ি ফিরে রাধিকাকে মাঝে মাঝেই মারধর করতেন বলে অভিযোগ উঠেছে লালচাঁদের বিরুদ্ধে। গত শনিবার রাতে মদ্যপ অবস্থাতেই বাড়ি ফিরেছিলেন যুবক। কিন্তু তখনও রাতের খাবার তৈরি না হওয়ায় ক্ষুণ্ণ হন তিনি। এরপরই ফের স্ত্রীয়ের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। অভিযোগ, এক পর্যায়ে লালচাঁদ রান্নাঘর থেকে গরম তাওয়া এনে রাধিকাকে বেধড়ক মারধর শুরু করেন। মায়ের অর্তনাদ শুনে সেখানে ছুটে আসে তাঁদের চার বছরের ছেলে। অভিযোগ, রাগের বশে ওই গরম তাওয়া দিয়ে তাকেও বেধড়ক মারেন লালচাঁদ।   

চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তখনই সেখান থেকে চম্পট দেন যুবক। গুরুতর আহত অবস্থায় রাধিকা এবং তাঁর পুত্রকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অপাতত সেখানেই তাঁরা চিকিৎসধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতে রুটি বানাতে দেরি করেছিলেন স্ত্রী।
  • আর সেই রাগেই তরুণীকে গরম তাওয়া দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
  • যুবকের ক্ষোভ থেকে পার পেল না তাঁর চার বছরের পুত্রও।
Advertisement