সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগের দিন তরুণীর উপর অ্যাসিড হামলা! গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক-সহ দুই। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাও জেলায়। তরুণীর দেহের প্রায় ষাট শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
পুলিস সূত্রে খবর, ধৃত প্রেমিকের নাম জনম সিং প্যাটেল। তাঁর সঙ্গে বছর পঁচিশের ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ছেদ পড়ে। অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয় তরুণীর। কিন্তু জনম তা কিছুতেই মেনে নিতে পারেননি। এরপরই তিনি তরুণীর উপর অ্যাসিড হামলার পরিকল্পনা করেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তরুণী বাড়ি ফিরছিলেন। সেই সময়ে জনম এবং তাঁর দুই সঙ্গী বাইকে করে এসে তাঁর উপর চড়াও হন। কিছুটা ভয় পেয়ে যান তরুণী। আক্রোশের স্বরে জনম বলেন, "যদি তুমি আমার না হও, তাহলে তুমি কারও নয়।" অভিযোগ, এরপরই তিনি তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে মারেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে আর্তনাদ শুরু করেন তরুণী। তখনই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। তরুণীর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি কারানো হয়। পরে সেখান থেকে তাঁকে আজামগড়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, তরুণীর হাত, মুখ, গলা এবং কাঁধের বেশিরভাগ অংশই অ্যাসিডে পুড়ে গিয়েছে। আপাতত তিনি সেখানেই তিনি চিকিৎসাধীন। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় জমন এবং তাঁর দুই সঙ্গীকে। জেরায় অভিযুক্ত তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
