সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা-পয়সা সংক্রান্ত বচসার জের। বন্ধুকে খুনের পর জঙ্গলে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠল ৪ কিশোরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের প্রতাপনগড়ে। ইতিমধ্যেই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে তদন্ত।
জানা গিয়েছে, মৃত কিশোরের নাম উজাইদ খান। বয়স ১৬ বছর। উত্তরপ্রদেশের প্রতাপনগড়ের বাসিন্দা সে। পরিবার সূত্রে খবর, তিনদিন আগে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল সে। এরপর আর বাড়ি ফেরেনি। স্বাভাবিকভাবেই তাতে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। তারা বিভিন্ন জায়গায় ছেলের খোঁজ নেন। কিন্তু কোনও লাভ হয়নি। এরপর বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। তাতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বন্ধুদের সঙ্গে টাকাপয়সা নিয়ে অশান্তি হয়েছিল উজাইদের। তার জেরেই নাকি কিশোরকে খুনের ছক কষে বন্ধুরা।
জানা যায়, পরিকল্পনামাফিক উজাইদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধুরা। একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। এরপর প্রমাণ লোপাটে উজাইদের দেহ জঙ্গলেই পুঁতে দেয় অভিযুক্তরা। তবে তা সত্ত্বেও শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ৪ জনই। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুন।
