shono
Advertisement
Sikim

হানিমুনে দুঃস্বপ্ন! ১০০০ ফুট নিচে তিস্তায় পড়ল গাড়ি, সিকিমে নিখোঁজ উত্তরপ্রদেশের নবদম্পতি

১৫ দিন ধরে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ওই নবদম্পতি-সহ আরও ছ’জনের।
Published By: Gopi Krishna SamantaPosted: 10:30 AM Jun 09, 2025Updated: 10:30 AM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হানিমুনে সিকিমে ঘুরতে এসেছিলেন নবদম্পতি। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, সিকিমের মঙ্গন জেলায় তিস্তা একটি গাড়ি ১০০০ ফুট নিচে পড়ে যায়। তারপর থেকেই নবদম্পতির কোনও হদিশ মিলছে না।

Advertisement

উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা কৌশলেন্দ্র সিং এবং অঙ্কিতা সিংয়ের বিয়ে হয় গত ৫ মে। এরপর ২৪ মে তাঁরা হানিমুনে সিকিমের উদ্দেশে রওনা হল। ২৯ মে সন্ধ্যায় সিকিমের মঙ্গন জেলায় একটি গাড়ি ১০০০ ফুট নিচে পড়ে যায়। আরও বেশ কয়েকজনের সঙ্গেই ওই গাড়িতে ছিলেন এই নবদম্পতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে মোট ১১ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। একজনের মৃতদেহ উদ্ধার হয়। বাকি ৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধারকাজ চলছে বলে প্রশাসন জানিয়েছে।

এদিকে ছেলে ও বৌমার কোনও খোঁজ না পেয়ে সিকিমে এসেছেন কৌশলেন্দ্রে বাবা শের বাহাদুর। আট দিন ধরে সিকিমেই রয়েছেন তিনি। দুর্ঘটনাস্থলে গিয়ে একাধিক জায়গায় ছেলে, বৌমার খোঁজ করেছেন। তবে এখনও কোনও খোঁজ পাননি। ছেলে, বৌমাকে খুঁজে না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না বলেও জানিয়েছেন তিনি। শের বাহাদুর বলেন, “নদীতে গাড়ি পড়ে যাওয়ার পর থেকে ছেলে ও বৌমা নিখোঁজ রয়েছে। আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানাচ্ছি তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমার ছেলে বৌমাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দিক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হানিমুনে সিকিমে ঘুরতে এসেছিলেন নবদম্পতি।
  • কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
  • সিকিমের মঙ্গন জেলায় তিস্তা একটি গাড়ি ১০০০ ফুট নিচে পড়ে যায়। তারপর থেকেই নবদম্পতির কোনও হদিশ মিলছে না।
Advertisement