shono
Advertisement
Varanasi

জ্যোতির পর গ্রেপ্তার আরও এক পাক চর! বারাণসী থেকে ধৃত মুসলিম যুবক

উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াডের হাতে গ্রেপ্তার অভিযুক্ত।
Published By: Biswadip DeyPosted: 07:10 PM May 22, 2025Updated: 09:27 PM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি মালহোত্রা। এবার বারাণসী থেকে গ্রেপ্তার করা হল আরও এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ এনেছে তুফেইল নাম্নী ওই ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত বারাণসীর বাসিন্দা। তার বাবার নাম মকসুদ আলম। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুফেইল পাকিস্তানের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ। এটিএস ফিল্ড ইউনিট বারাণসী নিশ্চিত করেছে, তুফেইলের সঙ্গে পাকিস্তানের বহু মানুষের যোগাযোগ রয়েছে তার প্রমাণ মিলেছে। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তহরিক-ই-লাব্বাইকের নেতা মৌলানা শাহ রিজভির ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করারও অভিযোগ রয়েছে তুফেইলের বিরুদ্ধে। এমনকী বাবরি মসজিদের 'বদলা' নিতে 'গাজওয়া-ই-হিন্দ'-এর ডাকও নাকি দিতে দেখা গিয়েছে তাকে। 

তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন তুফেইল রাজঘাট, নমো ঘাট, জ্ঞানবাপী, লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে তা পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। অভিযুক্তের ফোনে ৬০০টি পাকিস্তানি নম্বর মিলেছে। পাক সেনার কর্মরত এক ব্যক্তির স্ত্রীর সঙ্গেও সোশাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ ছিল  তুফেইলের। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে ওই মোবাইল ও সিমকার্ড।  

এদিকে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়িয়েছে হরিয়ানার নিম্ন আদালত। বুধবারই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, ইউটিউবারের কাছে যে সেনাবাহিনী সম্পর্কে গোপন তথ্য রয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। তবে তদন্তকারীদের অনুমান, জ্যোতির সঙ্গে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার হিসার পুলিশ রিমান্ডের আবেদন জানায়। সেই মতো আরও ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি মালহোত্রা। এবার বারাণসী থেকে গ্রেপ্তার করা হল আরও এক ব্যক্তিকে।
  • উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ এনেছে তুফেইল নাম্নী ওই ব্যক্তির বিরুদ্ধে।
  • এদিকে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়িয়েছে হরিয়ানার নিম্ন আদালত।
Advertisement