সোমনাথ রায়, নয়াদিল্লি: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল (Ahmed Patel)। করোনা আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে। প্রবীণ নেতার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
বুধবার টুইটে বর্ষীয়ান কংগ্রেস নেতার ছেলে ফয়জল প্যাটেল (Faisal Patel) জানান, “মাসখানেক আগে কোভিড আক্রান্ত হন আহমেদ প্যাটেল। তারপর থেকে তাঁর শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছিল। ক্রমশ শরীর খারাপ হয়ে যাচ্ছিল তাঁর। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার ফলে সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় বর্ষীয়ান নেতার। আপনাদের সকলের কাছে অনুরোধ কোভিড বিধি মেনে জমায়েত করবেন না।” এছাড়াও সবসময় শারীরিক দূরত্ববিধি মেনে চলার কথাও টুইটে উল্লেখ করেছেন তিনি।
বর্ষীয়ান কংগ্রেস নেতার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। টুইটে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কংগ্রেসকে শক্তিশালী করে তোলার নেপথ্যে তাঁর অবদান আজীবন স্মরণীয় বলেই টুইটে উল্লেখ করেন তিনি।
[আরও পড়ুন: যোগী আদিত্যনাথের তৎপরতার জের! উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় পাশ ‘লাভ জেহাদ’ সংক্রান্ত অর্ডিন্যান্স]
টুইটে শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধীও (Rahul Gandhi)। প্রয়াত নেতার পরিজনদের সমবেদনাও জানিয়েছেন তিনি।
“নির্ভর করার মতো একজন মানুষ চলে গেলেন”, টুইটে শোকজ্ঞাপন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandi Vadra)।
টুইট শোকজ্ঞাপন করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাও (Randeep Singh Surjewala)।