সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় বাঁধা দড়ি। হাঁটু গেড়ে পোষ্যের ভঙ্গিতে হেঁটে চলেছেন এক যুবক। এমনই এক ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া (যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি)। জানা যাচ্ছে, কেরলের পেরুম্বাভুরের এক বেসরকারি সংস্থায় টার্গেট পূরণ করতে না পারায় এভাবেই নাকি 'শাস্তি' দেওয়া হয়েছে কর্মীদের। এমনকী পোশাক খুলে নগ্ন করেও অত্যাচার চালানোর অভিযোগও উঠেছে। অভিযোগ মাটি থেকে জিভ দিয়ে চেটে পয়সা তোলানোরও। যে অভিযোগে হতবাক নেটিজেনরা।
কেরল পুলিশ জানিয়েছে, ওই সংস্থার এক প্রাক্তন ম্যানেজারই সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের শাস্তিদানের ভিডিও তিনিই তুলেছিলেন। ওই ম্যানেজার এখন আর ওই সংস্থায় চাকরি করেন না। পুলিশের দাবি, ভিডিওটি বিকৃত ভিডিও।
তবে ভিডিওটি ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর কেরলের শ্রম দপ্তর তদন্তের নির্দেশ দিয়েছে। দ্রুত এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ভিডিওয় যাঁদের দেখা গিয়েছে, পুলিশ সংস্থার সেই কর্মীদের বিবৃতি রেকর্ড করেছে। এর মধ্যেই বড় চমক, যে কর্মীকে ভিডিওয় হাঁটতে দেখা গিয়েছে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি এখনও ওই সংস্থায় কাজ করি। ওই দৃশ্য কয়েক মাস আগের। এক ব্যক্তি জোর করে ভিডিওগুলি তুলেছেন। তিনিই সেখানে ম্যানেজার ছিলেন। পরে তাঁকে ম্যানেজমেন্ট ছেড়ে দিতে বলা হয়। এবং এখন উনি ওই সব ভিডিও তুলে ধরে অভিযোগ তুলেছেন।'' পুলিশকে এবং শ্রম দপ্তরকেও তিনি একই বিবৃতি দিয়েছেন বলে জানা গিয়েছে।