shono
Advertisement
Viral video

সহাবস্থান! রেলট্র্যাকে হাতির প্রসব, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা দাঁড়িয়ে রইল ট্রেন

ভিডিওটি শেয়ার করেছেন খোদ পরিবেশ মন্ত্রী, দেখেছেন মিষ্টি ভিডিওটি?
Published By: Sucheta SenguptaPosted: 08:29 PM Jul 09, 2025Updated: 08:38 PM Jul 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গল লাগোয়া এলাকায় মানুষ-বন্যপ্রাণীদের সংঘাতের ছবিটাই বেশি চোখে পড়ে। এই সংঘাতের মাঝে পড়ে দুপক্ষের প্রাণহানি, ক্ষয়ক্ষতি হয় বিপুল। উভয়ের মধ্যে ভয়, হিংসার প্রবৃত্তিও বাড়তে থাকে। তবে ঝাড়খণ্ডের জঙ্গল লাগোয়া রেললাইনে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। মা হাতি রেলট্র্যাকের উপরই প্রসব করছিল। আর তার জন্য টানা ২ ঘণ্টা দাঁড়িয়ে রইল যাত্রীবাহী ট্রেন। গজরাজকে গুরুত্ব দিয়ে মানুষের এমন সংযম - বিরলই বটে! আর সেই বিরল দৃশ্যের ভিডিও নিজে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তাঁর বার্তা, এই ঘটনা মানুষ আর বন্যপ্রাণের যথার্থ সহাবস্থানের দারুণ দৃষ্টান্ত।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের জঙ্গল লাগোয়া রেলট্র্যাক দিয়ে যাচ্ছিল একটি ট্রেন। এমনিতেই এলিফ্যান্ট করিডোরে নির্দিষ্ট গতির বেশি ট্রেন চালানো যায় না। সেই গতিতেই চলছিল যাত্রীবাহী ট্রেনটি। কিন্তু রেলট্র্যাকে এক দৃশ্য দেখে চালকের চক্ষুচড়কগাছ! দেখেন, রেলট্র্যাকের উপরই একটি হাতি প্রসব যন্ত্রণায় ছটফট করছে। প্রসব আসন্ন। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। খবর পাঠানো হয় বনদপ্তরে। কর্মী, আধিকারিকরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। হাতিটিকে নিরাপদে প্রসব করানো হয়। তারপর ধীরে ধীরে মা ও সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসালয়ে। দু'ঘণ্টা পর ট্রেন চালু হয়।

জঙ্গলপথে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। তা এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স হ্যান্ডলে সেই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, 'মানুষ-বন্যপ্রাণ সংঘাতের ঘটনার মাঝে এ এক অন্য উদাহরণ। মানুষ আর বন্যপ্রাণীদের এমন সহাবস্থানে নিদর্শন দেখে খুব আনন্দ হচ্ছে। হৃদয়গ্রাহী এই দৃশ্য। ঝাড়খণ্ডের বনদপ্তরের কর্মী,আধিকারিকরদের আমি বিশেষভাবে স্যালুট জানাচ্ছি, একজন সন্তানকে পৃথিবীর আলো দেখানোয় মাকে এতটা সাহায্য করার জন্য।' পৃথিবী যে সকলের বাসযোগ্য এবং একে অপরের সহযোগিতাতেই তা সম্ভব, এই ভিডিও তার সবচেয়ে বড় প্রমাণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেলট্র্যাকের উপরই প্রসব হাতির! ২ ঘণ্টা দাঁড়িয়ে রইল ট্রেন।
  • মিষ্টি ভিডিওটি শেয়ার করে মানুষ-বন্যপ্রাণের সহাবস্থানের উদাহরণ দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী।
Advertisement