shono
Advertisement
Vistara

আন্তর্জাতিক উড়ানে নিখরচায় ওয়াইফাই! যাত্রীদের দুরন্ত অফার বিমান সংস্থা ভিস্তারার

মাটি থেকে ৩৫ হাজার ফুট উঁচুতেও মিলবে ইন্টারনেট পরিষেবা।
Published By: Biswadip DeyPosted: 03:39 PM Jul 27, 2024Updated: 03:39 PM Jul 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান সংস্থা ভিস্তারার (Vistara) যাত্রীদের জন্য সুখবর। শনিবারই সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে আন্তর্জাতিক উড়ানে ২০ মিনিট বিনামূল্যে ওয়াইফাইয়ের সুযোগ পাবেন যাত্রীরা। তবে যাঁরা ক্লাব ভিস্তারার সদস্য, তাঁরা গোটা উড়ানেই সেই সুযোগ পাবেন।

Advertisement

সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, '২০ মিনিটের এই ওয়াইফাই পরিষেবা সমস্ত কেবিনের সব যাত্রীরাই পাবেন। প্রথম কোনও ভারতীয় বিমান সংস্থার তরফে এমন অফার দিতে পেরে আমরা আনন্দিত। এবং যাঁরা ভারতীয় ক্রেডিট অথবা ডেবিট কার্ডে ওয়াইফাই প্ল্যান কিনতে চান তাঁরাও সেই সুযোগ পাবেন। আমরা আত্মবিশ্বাসী যাত্রীরা এই নয়া অন্তর্ভুক্তিকে স্বাগত জানাবেন, যা তাঁদের ভিস্তারা যাত্রাকে আরও সুন্দর, সহজ, সৃষ্টিশীল করে তুলবে।'

সেই সঙ্গেই সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা উড়ানেই চ্যাট করতে চাইলে ক্লাব ভিস্তারার সদস্যদের অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হবে না। কিন্তু বাকিরা তা করতে চাইলে ৩৭২.৭৪ টাকা (জিএসটি ছাড়া) দিতে হবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করার আনলিমিটেড ডেটা পাবেন তাঁরা। তবে সোশাল মিডিয়ায় অডিও ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ১৫৭৭.৫৪ টাকা (জিএসটি ছাড়া) খরচ করতে হবে। আর সমস্ত স্ট্রিমিংয়ের বাধা সরিয়ে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে চান তাঁদের জিএসটি ছাড়া খরচ পড়বে ২৭০৭.০৪ টাকা।

[আরও পড়ুন: নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা]

ভিস্তারার আন্তর্জাতিক বিমান বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও এয়ারবাস এ৩২১নিও-তে যাত্রা করার সময় মাটি থেকে ৩৫ হাজার ফুট উঁচুতেও এই পরিষেবা দেওয়ার কথা জানা গিয়েছে। গত একদশকেরও বেশি সময় ধরে উড়ানের সময় ওয়াইফাই পরিষেবা দিচ্ছে উড়ান সংস্থাগুলি। কিন্তু আমেরিকার জেটব্লুর মতো কিছু সংস্থা বাদে বেশিরভাগই এর জন্য নির্দিষ্ট মূল্য নেয়। সেদিক থেকে ভিস্তারার এই অফার যাত্রীদের জন্য এক সুবর্ণ সুযোগ করে দিচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, সিঙ্গাপুরের এই সংস্থার সঙ্গে টাটা এয়ারলাইনসের সংযুক্তি হয়েছে। এই পদক্ষেপকে উড়ানের ইতিহাসের নয়া মোড় বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: ১৭ পুরসভায় ১ হাজার ৮৩৪টি অবৈধ নিয়োগ, CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিমান সংস্থা ভিস্তারার যাত্রীদের জন্য সুখবর।
  • শনিবারই সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে আন্তর্জাতিক উড়ানে ২০ মিনিট বিনামূল্যে ওয়াইফাইয়ের সুযোগ পাবেন যাত্রীরা।
  • তবে যাঁরা ক্লাব ভিস্তারার সদস্য, তাঁরা গোটা উড়ানেই সেই সুযোগ পাবেন।
Advertisement