shono
Advertisement
Lucknow

লখনউয়ে হুড়মুড় করে ভাঙল তিনতলা বাড়ি, মৃত অন্তত ৫, ধ্বংসস্তূপে আটকে অনেকে

এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ২৮ জনকে।
Published By: Kishore GhoshPosted: 08:00 PM Sep 07, 2024Updated: 08:44 PM Sep 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ শহরের ট্রান্সপোর্ট নগরে হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বাড়ি। বুধবার দুপুরের এই ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। প্রশাসনের আশঙ্কা, ভিতরে অনেকে চাপা পড়ে আছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

Advertisement

লখনউয়ের পুলিশ কমিশনার জানিয়েছেন, শহরের ট্রান্সপোর্ট নগরে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়েছে। বাড়ি ভাঙায় রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকও উলটে পড়ে। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, দমকল এবং পুলিশ যৌথ ভাবে  উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

[আরও পড়ুন: অবশেষে টনক নড়ল! জালিয়াতির দায়ে বিতর্কিত IAS পূজা খেদকারকে বরখাস্ত কেন্দ্রের]

এদিকে দুর্ঘটনার কথা জানা মাত্র বিষয়টিতে নজর রাখছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় প্রশাসনকে প্রয়োজন মতো সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী। মৃতেদের সমবেদনা জানিয়েছেন তিনি, আহতদের আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

 

[আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে বিছিন্নতাবাদীদের মুক্তি দেবে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স’, জম্মুতে বিস্ফোরক শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুর্ঘটনার কথা জানা মাত্র বিষয়টিতে নজর রাখছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • স্থানীয় প্রশাসনকে প্রয়োজন মতো সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী।
Advertisement