সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে বলে দাবি করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিল পাকিস্তান শাহবাজ শরিফের সরকার। তা নিয়ে এ বার পালটা আক্রমণ শানাল নয়াদিল্লি। ইসলামাবাদের অভিযোগ খারিজ করে নিজের চরকায় তেল দেওয়ার বার্তাই দিল মোদি সরকার।
সোমবার একটি বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়, "পাকিস্তানে সংখ্যালঘুদের উপর নিপীড়নের ইতিহাস নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাই ওদের অভিযোগ নিয়ে আমরা ভাবছি না। পাকিস্তানে যে ভাবে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার উপর অত্যাচার চলছে, তা সকলেরই জানা। এ ভাবে আঙুল তুললেই ওদেক সংখ্যালঘু নিপীড়নের ইতিহাস মুছে যাবে না।"
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্ত বড়দিন উপলক্ষে আয়োজিত খ্রিস্টানদের অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠেছিল হিন্দু মহাসভা এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে। তা নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আদ্রাবি ভারতকে নিশানা করেছিলেন। ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছিল ইসলামাবাদ। তা নিয়ে এ বার পালটা বিবৃতি দিল বিদেশ মন্ত্রক।
