shono
Advertisement

Breaking News

Jagdeep Dhankhar

হঠাৎই বুকে ব্যথা, মাঝরাতে এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন উপরাষ্ট্রপতি।
Published By: Biswadip DeyPosted: 10:29 AM Mar 09, 2025Updated: 04:18 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে এইমসে ভর্তি হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। হঠাৎই বুকে প্রচণ্ড যন্ত্রণা ও অস্বস্তির উপসর্গ থাকায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে পাওয়া শেষ খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

Advertisement

৭৩ বছরের ধনকড়ের চিকিৎসার দায়িত্বে রয়েছেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড. রাজীব নারাং। চিকিৎসকদের একটি দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জেপি নাড্ডা এইমসে গিয়েছেন ধনকড়কে দেখতে। রাত একটা নাগাদ তাঁকে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। উদ্বেগ ছড়িয়েছে ধনকড়ের অসুস্থতার খবরে। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের আরোগ্য কামনায় রাজনৈতিক মহল।

১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনুতে জন্ম জগদীপ ধনকড়ের। ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের এই আইনজীবী ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। বর্তমানে তিনি ভারতের উপরাষ্ট্রপতি। দেশের ১৪তম উপরাষ্ট্রপতি পদে তিনি শপথ নেন ২০২২ সালে। তাঁর স্ত্রী সুদেশ ধনখড়। রয়েছে এক সন্তান কামনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্যরাতে এইমসে ভর্তি হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
  • হঠাৎই বুকে প্রচণ্ড যন্ত্রণা ও অস্বস্তির উপসর্গ থাকায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে।
  • তবে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
Advertisement